শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

দেশে করোনায় আরো ৪৪ জনের মৃত্যু

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৮ জুন ২০২১  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা মোট বেড়ে দাড়ালো ১২ হাজার ৯১৩ জনে।
মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময় নতুন করে আরো করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। তাহলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৃত ৪৪ জনের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ জন ও বেসরকারি হাসপাতালে ৩জন এবং বাসায় ৪জন মারা যান।


এছাড়াও নতুন মৃতদের মধ্যে রয়েছেন দশোর্ধ্ব ১জন, ত্রিশোর্ধ্ব ৪জন, চল্লিশোর্ধ্ব ৩জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ ২৬ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। 

এই বিভাগের আরো খবর