বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

পুলিশের হকার উচ্ছেদ অভিযান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ জুন ২০২২  

 

চাষাঢ়ায় হকার উচ্ছেদ এবং ফুটপাতে অবৈধ পার্কিংমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকেলে পপুলার ডায়গনিষ্টক সেন্টারের গলিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আনিচুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় রাস্তা দখল করে বসানো অবৈধ অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়। অবৈধ ভাবে ফুটপাতের উপর পার্কিং করে রাখা মোটরসাইকেল ফেলে দেয়া হয়। এছাড়া সড়কের পাশে পার্কিং করে রাখা বাইক প্রাইভেটকার সরিয়ে দেয়া হয় ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

 

সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনিচুর রহমান বলেন, এই রাস্তায় দোকান বসানোর জন্য সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্য হচ্ছে। তাই গতকাল আমরা তাদের এ সড়কে আর না বসতে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারা তা অমান্য করে আজ আবার দোকান বসিয়েছে । তাই নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি নিজে উপস্থিত হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ সড়কে কোনোভাবেই দখল করে হকার বসা যাবে না। সড়কের পাশে অবৈধ পার্কিং করা যাবে না। অনিয়ম হলেই ব্যবস্থা নেয়া হবে। আর আমাদের এই অভিযান চলমান থাকবে।এমই/জেসি

এই বিভাগের আরো খবর