Logo
Logo
×

বিনোদন

অবশেষে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’

Icon

যুগের চিন্তা বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৮:৪১ পিএম

অবশেষে মুক্তি পেল ‘মিশন এক্সট্রিম’
Swapno

আজ ৩ ডিসেম্বর সারাদেশে মুক্তি পলে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আগের বছর মুক্তির কথা থাকলেও করোনার কারণে কয়কে দফা পছিয়িছেে মুক্তির তারিখ। 

সিনেমোর টিমের সূত্রে জানা গেছে ৫০ টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নারায়ণগঞ্জের গুলশান হলেও দেখা যাবে সিনেমাটি।

সিনেমাটি একই সাথে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রলেয়িা, নিউজিল্যান্ডের ২৪ টি হলে বাণজ্যিকিভাবে মুক্তি পাচ্ছে।

গতকাল সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়৷ সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মানের ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেনে আগত অতিথিরা। অবেকে মনে করছেন, ঢাকাই সিনেমার এই ক্রান্তিলগ্নে সাফল্যরে সুবাতাস বয়ে আনবে 'মিসশন এক্সট্রমি'।

পুলিশের কাউন্টার টেররজিমের সত্য ঘটনা অবলম্বনে এর গল্প। ২০১৯ সালরে ২০ মার্চ ঢাকায় মিশন এক্সট্রিমের শুটিং শুরু হয়। বাংলাদশে ও দুবাইয়ে সিনেমাটির শুটিং হয়ছে।

যৌথভাবে নির্মাণ করছেনে সানী সানোয়ার ও ফয়সাল আহমদে। অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সনেগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, তাসকিন রহমান, মাজনুন মিজান, মনোজ প্রামাণকি, আরেফ সৈয়দ, রাসেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম সহ আরও অনেকে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন