অসুস্থ রোগী ও স্বজনদের হাতে নগদ চেক তুলে দিলেন মেয়র আইভী

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ পিএম

# মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ এবং পীড়িত মানুষের জন্য এই সহায়তা চেক প্রদান করেছেন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ১৪ জন দুরারোগ্য রোগীরদের হাতে ৭ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মেয়র আইভী তার নিজ কার্যালয়ে এসকল চেক তুলে দেন। শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসুস্থ এসব রোগীদের হাতে এই চেক প্রদান করা হয়।
চেক প্রাপ্ত রোগীরা হলেন, দিবা শায়লা, ফরিদা বেগম, নাজিমুদ্দিন ভুইয়া, ছালমা আলী, রাকিব হোসেন, হোসনে আরা বেগম, শম্ভু মন্ডল, আনোয়ার হোসেন, মজিবর হাওলাদার, মামুন, আশিক, জামাল হোসেন, সাফিয়া বেগম, ফখর উদ্দিন সরকার। যে সকল রোগী বেশি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি, তাদের পক্ষে স্বজনদের হাতে নগদ চেক প্রদান করা হয়।
এসময় মেয়র আইভী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবার জন্য এই সহায়তা চেক প্রদান করেছেন। এই সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসুস্থ এবং পীড়িত মানুষের জন্য সহায়তা চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী।’
‘শুধু অসুস্থ রোগীকেই সহায়তা করা হচ্ছে এমন নয়, কেউ যদি মারা যান তার নমিনীর হাতেও অর্থ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি মানুষের সেবায় পাশে থাকতে পারেন।’
চেক প্রদান কালে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম, সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শামসুজ্জামান পাশাসহ প্রমুখ। এন.এইচ/জেসি