Logo
Logo
×

বিশেষ সংবাদ

অয়ন ওসমানের স্ট্যান্টবাজি

Icon

সৈয়দ রিফাত

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০১ এএম

অয়ন ওসমানের স্ট্যান্টবাজি
Swapno

 

 

সময় শেষ যেনেও কর্মী, অনুসারীদের ভয় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন সাবেক এমপি শামীম ওসমাপুত্র অয়ন ওসমান। নিজের ভেরিফাইড ওই আইডিতে ভিডিও বার্তার মাধ্যমে অয়ন বলেছিলেন, এইটা যদি থাইল্যান্ড হয়- তাহলে ঢাকা কোথায়? এছাড়াও পোস্টটির ক্যাপশনে তিনি দাবি করেন, স্বপরিবারে দেশ ছাড়ার বিষয়টি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও গুজব। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। অথচ, হাসিনা সরকারের পতনের পর তার ফেইসবুক আইডি ডিএক্টিভ এমনকি অয়ন ওসমানের-ই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না!

 

জানা যায়, আগস্টের প্রথম প্রহর থেকেই নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভিন্ন রূপ নিতে শুরু করে। বিগত সময়ের তুলনায় নগরীতে ক্রমশই বাড়তে থাকে আন্দোলনকারীদের আনাগোনা। ৩ আগস্ট অন্যান্য দিনের মতোই শহরে জমায়েত হতে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা’। তুমুল আন্দোলনের একপর্যায়ে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ার বিজয়স্তম্ভের উপর বড় করে ‘বোরকা শামীম’ ব্যানার সাঁটিয়ে দিয়েছিল দু’জন শিক্ষার্থী। অথচ, তখনো সরকার পরিচালনায় শামীম ওসমানের দল আওয়ামী লীগ।

 

৩ আগস্ট শামীম ওসমানকে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে ব্যানারের মাধ্যমে ‘বোরকা শামীম’ ট্যাগ দেওয়ার পর ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আগ মুহুর্ত পর্যন্ত তার একজন অনুসারীকে দেখা যায়নি বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে। বলাযায়, ওই ঘটনার পর রীতিমতো বোবার ভূমিকায় দেখা গেছে শামীম ওসমান অনুসারী-অনুগতদের। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে তেমন কোন তোরজোড় দেখা যায়নি। আসলে, ব্যানার লাগানোর মূহুর্ত থেকেই শামীম ওসমান অনুগতরা বুঝে গিয়েছিলেন পরিস্থিতি ভালো নয়। আর হয়েছেও তাই। ওই ঘটনার দু’দিন পরই দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।


এদিকে, ৩ আগস্ট আন্দোলনকারীদের এমনসব কর্মকান্ডে আড়ালে চলে গিয়েছিলেন সাবেক এমপি শামীম ওসমান। শহরজুড়ে তখন অনেকেই বলছিলেন, স্ব-পরিবারে নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান পালিয়ে গেছেন। এমন খবর ছড়িয়ে পরার পর অনেকটা আতঙ্কে পরে যান ওসমান অনুসারী-অনুগতরা। এরপর নেতাকর্মীদের ভয় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি ভিডিও পোস্ট করেন সাবেক এমপি শামীম ওসমানপুত্র অয়ন ওসমান।

 

ভিডিও বার্তার মাধ্যমে অয়ন বলেছিলেন, এইটা যদি থাইল্যান্ড হয়- তাহলে ঢাকা কোথায়? এছাড়াও পোস্টটির ক্যাপশনে তিনি দাবি করেন, স্বপরিবারে দেশ ছাড়ার বিষয়টি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও গুজব। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। অর্থাৎ বিষয়টির মাধ্যমে অয়ন বুঝাতে চেয়েছেন, শামীম ওসমান ও তার পরিবার দেশেই আছেন। তারা কোথাও পালিয়ে যাননি এবং পরিস্থিতি যেমনই হোক তারা পালাবেন না।


অপরদিকে, এই ঘটনার দু’দিন পর বৈষম্যবিরোধী আন্দোলন তুমুল পর্যায়ে পৌছালে ৫ আগস্ট পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ওইদিন বেলা আড়াইটার দিকে খবর আসে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য, এর আগে থেকেই নারায়ণগঞ্জ ছেড়ে আড়ালে চলে যায় পুরো ওসমান পরিবার। এখনো পর্যন্ত যাদের কোনরকম খোঁজ পাওয়া যায়নি।


এমন পরিস্থিতিতে সচেতন নাগরিকরা বলছেন, ভিডিও পোস্ট করে অনুসারী-অনুগামীদের এমন বিপদে ফেলে কিভাবে আড়ালে চলে গেলো অয়ন ওসমান? সত্যিকার অর্থে, সাবেক এমপি শামীম ওসমান যেমন একজন কথিত প্রভাবশালী ঠিক তেমনি ছেলে অয়ন ওসমান তার রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতো ফাপরবাজির মাধ্যমে। আর তাই যদি না হয় তাহলে, ভিডিও পোস্ট করে এতো বড় কথা বলে কোথায় গায়েব হয়ে গেলো সে?
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন