Logo
Logo
×

রাজনীতি

আগামী নির্বাচন প্রধানমন্ত্রী তত্ত্বাবধানেই হবে : এমপি খোকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম

আগামী নির্বাচন প্রধানমন্ত্রী তত্ত্বাবধানেই হবে : এমপি খোকা
Swapno


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী নির্বাচন হবে বাংলার মাটিতেই, সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে, স্বাধীনতার বিপক্ষের কোন শক্তিই, কোন ষরযন্ত করে নির্বাচন রুখতে পারবে না।

 

 

আগামীতে যে নির্বাচন হবে তা সংবিধানিক ভাবেই হবে, কোন তত্ত্বাবধায়ক মত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে স্থান হবে না। তাই আমি বলতে চাই কে কি মনে করলো যায় আসেনা, স্বাধীনতার পক্ষের শক্তি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবে,আগামী নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে ইনশাআল্লাহ।

 

 

গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌর এলাকার র‌্যয়েল রিসোর্টে উন্নয়ন ও সমৃদ্ধির পথে সোনারগাঁয়ের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যায়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার সাথে জাতীয় পার্টির সংগ্রামী সহযোদ্ধাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট,ব্রিজ, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

 

 

কিন্তু বিএনপি ক্ষমতা থাকাকালীন মামলা হামলার স্বীকার হয়েছি,জেল খেটেছি, আমি আশা করি মহাজোট ভাবে নির্বাচন হলে আগামীতে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিবেন আর সেই নমিনেশনে ব্যাপক ভোটে বিজয় হব ইনশাল্লাহ।  

 

 

মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মিসেস ডালিয়া লিয়াকত,কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম।

 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়। এসময় আরোও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভুইয়া, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু।

 

 

 সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন।

 

 

 জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভ‚ইয়া,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী শ্যামল শিকদার,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন মেম্বার,সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।

 

 

বদিউজ্জামাল বদু মেম্বার, বৈদ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ আলী, শিল্পি মেম্বার, জরিনা মেম্বার, ময়না মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন