Logo
Logo
×

পরিবেশ ও জলবায়ু

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৯:০৩ পিএম

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস
Swapno

ঘূর্ণিঝড় ‘টাউটে’ ইতোমধ্যেই তাণ্ডব চালিয়েছে ভারতের পশ্চিম উপকূলে এবং এর ই মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনাও দেখা দিয়েছে।

 

আগামী ২৩ মে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে ব্যাপারে এখনই মন্তব্য করেনি আলিপুর আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তারা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও করছেন তারা।

 

গত বছরের মে মাসেই এই বঙ্গোপসাগরেই তৈরি হয়েছিল এক নিম্নচাপ। যার পরিণতি অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন