বুধবার   ০৪ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৯ ১৪৩০

আজাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরলেন সুমন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

 

নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-২আসনের আড়াইহাজার উপজেলা। বিএনপির সকল পর্যায়ের আন্দোলন সংগ্রামে এই আড়াইহাজার উপজেলা বিএনপির ভূমিকা ছিল অতুলনীয়। বর্তমানে এই উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদকের খ্যাতি লাগিয়ে দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোতে একক গুচ্ছ রাজত্ব করে যাচ্ছে নজরুল ইসলাম আজাদ।

 

এই আজাদের বিরুদ্ধে রয়েছে নানা আলোচনা সমালোচনা যার কারণে নারায়ণগঞ্জ-২ আসন আড়াইহাজার উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে দূর্বল হয়ে পরছে। কিন্তু এবার আজাদের তুমুল প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন আড়াইহাজার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন। এর আগে সুমন জেলা বিএনপির সহ সভাপতি ও আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

জানা গেছে, গতকাল ১৬ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাক্ষরিত বিবৃতিতে এ পদোন্নতি করা হয়। এই সুমন প্রয়াত বদরুজ্জামান খান খসরুর ছেলে ও বিএনপির প্রতিষ্ঠা থেকেই তিনি এ দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাগো দল থেকে যুবদলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে এছাড়া তিনি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক ও এর আগে ক্ষুদ্র ও সম্পাদক কুটির বিষয়ক দক ছিলেন।

 

এছাড়া তিনি ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু এবার আরো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপর আস্থা রেখে আবার ও এই বড় পদের দায়িত্ব তার উপরে দিয়ে দিল।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০০৮ সাল থেকে বর্তমান ২০২৩ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রয়েছেন। কিন্তু এবার দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

 

কেন্দ্রীয় বিএনপির পদে থাকার কারণে তার মনোনয়ন নিয়ে কোন চিন্তুা করছে না তার বলয়ের নেতৃবৃন্দ কিন্তু এবার আড়াইহাজারের আরেক নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি হওয়ার কারণে এবার সুমনকে নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন আড়াইহাজরের আজাদ বলয়ের নেতৃবৃন্দ। এদিকে বিএনপির আন্দোলন সংগ্রামে দফায় দফায় আন্দোলনে ঝাঁপিয়ে পরছেন এই মাহমুদুর রহমান সুমন দীর্ঘদিন দলের কোন পদে না থেকে ও আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন এই সুমন।

 

কিন্তু এবার বড় একটি পদ পাওয়ায় আরো গতিশীল হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরবেন এই নেতা। এমনকি এই মাহমুদুর রহমান সুমন বিগত দিনে ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন এবার আরো হেবি ওয়েড হয়ে মাহমুদুর রহমান সুমন মনোনয়ন প্রত্যাশী হবেন। যা পরিপ্রেক্ষিতে এবার নজরুল ইসলাম আজাদ বলয়ের মাথায় হাত পরবে।

 

সেই সাথে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুর রহমান সুমন বর্তমান দলের দূঃসময়ে দলে কোন প্রকার গ্রুপিং বিভক্তির রাজনীতিতে লিপ্ত না হয়ে সকলকে নিয়ে ঐক্যেও রাজনীতিতে ফিরতে চাচ্ছেন। যেটা বর্তমান সময়ে তার নেতৃত্বের ফুটে উঠেছে। বর্তমানে আরো বড় দায়িত্ব পাওয়ায় আড়াইহাজার উপজেলা বিএনপিতে আরো ঐক্যবদ্ধতা দেখা দিতে পারে। সুমনের একটাই লক্ষ্যে সকল বিভক্ত ভূলে একত্রিত হয়ে দলের  জন্য কাজ করা।

 

কিন্তু অপর দিকে আড়াইহাজার বিএনপির আরেক নেতা আজাদ সকলভাবেই দলে বিভক্ত সৃষ্টির জন্য উঠে পরে লাগছে। সেই ক্ষেত্রে পরিষ্কার হয়ে উঠছেন যে যোগ্যতা ও আন্দোলনে ভূমিকা এবং কর্মী সমর্থন দিয়ে যদি যাচাই করা হয় তাহলে নারায়ণগঞ্জ-২ আসনের এই মাহমুদুর রহমান সুমনকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে আড়াইহাজার বিএনপি আবারো বিগত দিনের মতো বিএনপির ঘাঁটিতে পরিনত হবে। সেই ধারবাহিকতায় তৃণমূলের দাবি, এবার আন্দোলন সংগ্রাম থেকে শুরু মনোনয়ন প্রত্যাশী হিসেবে ও আজাদের তুমুল প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে মাহমুদুর রহমান সুমন।

 

এ বিষয়ে মাহমুদুর রহমান সুমন যুগের চিন্তাকে বলেন, আমার উপর আস্থা রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি করেছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ থেকে আমাকে জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে আমাদের একটাই মূল উদ্দেশ্য রয়েছে এই স্বৈরাচারী সরকারের পতন করানো সেই লক্ষ্যে নিয়েই আমরা রাজপথে কাজ করে যাচ্ছি।

 

আর সামনে আরোও জোরদার কাজ করে যাবো এখন আমি দায়িত্ব আরো বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বিএনপি। সেই পরিপ্রেক্ষিতে আমার নেতৃত্ব আড়াইহাজার উপজেলা বিএনপিকে আরো সুন্দরভাবে সুসংগঠিত করবো ও দলের সকল গ্রুপিং ভেঙ্গে সকলকে এই দূঃসময়ে ঐক্যবদ্ধ গড়ে তুলবো। আর বর্তমানে তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা আমরা পালন করছি। আশা করি তাঁর নির্দেশে তাঁর হাত ধরেই দেশে আবারো গণতন্ত্র ফিরবে। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর