আবেগপ্রবণ হয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন দাবি খোকা’র

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমার দল যেভাবে সিদ্ধান্ত নেবে আমি সেভাবেই নির্বাচন করবো। আমাদের নির্বাচনী কালচার, সমর্থক ও নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে। যদিও এটা আচরণবিধি লঙ্ঘন। আমাদেরকে সকলেরই আচরণবিধি মেনে চলা উচিত। যে ঘটনা ঘটেছে সেটা আবেগপ্রবণ হয়ে করেছে।
গতকাল সোমবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের জবাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমি আশাবাদী। নির্বাচন কমিশনের ওপর আমার আস্থা আছে। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই সংসদ সদস্য হিসেবে কাজ করবে। আমি যখন মনোনয়ন জমা দিতে যাই আমি শুধু পাঁচ জনকে নিয়ে গিয়েছি।
তারপরেও যেভাবেই হোক আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করব নির্বাচন কমিশন এভাবে তাদের সিদ্ধান্তে অটল থাকবে। আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে পারবো। তিনি আরো বলেন, আমি নিজের অর্থ সম্পদ বিক্রি করে করোনা মহামারীসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। উন্নয়ন করার চেষ্টা করেছি।
সোনারগাঁয়ের সাধারণ মানুষের ভালবাসা আমি পেয়েছি। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আগামীতে নির্বাচিত হতে পারলে প্রাচীন রাজধানীর মত সোনারগাঁ এলাকাকে সাজাবো। প্রতিটি ওয়ার্ডে পাঞ্চায়েত করে সকল রাজনৈতিক দল ও পেশাজীবীদের নিয়ে আমি কাজ করবো।