Logo
Logo
×

নগর জুড়ে

আলহাজ্ব আমিনুল ইসলামের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

আলহাজ্ব আমিনুল ইসলামের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন
Swapno

 

১৪ নভেম্বর স্বাধীনতার পরবর্তীকালে পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পথিকৃত আলহাজ্ব আমিনুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর কোরআন খানি, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল। 

 

এছাড়াও মরহুম আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে বাদ আসর দেওভোগ বড় জামে মসজিদ, ১ নং বাবুরাইল জামে মসজিদ, হযরত মিন্নাত আলী শাহ চিশতী (রঃ) জামে মসজিদ, আখড়া বাইতুস শরীফ জামে মসজিদ, সাকিম আলী জামে মসজিদ, দেওভোগ চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জ্যেষ্ঠ পুত্র মোঃ শফিকুল ইসলাম লিটন সকলের নিকট তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।

 

মরহুম আমিনুল ইসলাম বাংলাদেশ বাস শ্রমিক সমিতির সিনিয়র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ ট্রাকচালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) মসজিদ ও মাজার কমিটির সভাপতি ছাড়াও অসংখ্য ধর্মীয়, মানব সেবা ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। উল্লেখ্য, প্রয়াত  শ্রমিক নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম  এই অঞ্চলে শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কঠোর ও নিরলস চেষ্টা চালিয়ে সবার আস্থা অর্জন করেন। 

 

স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন। এজন্য তারা দিনমজুরের মতই আচরণের শিকার হতেন। আমিনুল ইসলাম, এ সময় পরিবহন শ্রমিকদের সংগঠন গড়ে তোলে সবাইকে একত্রিত করেন। পরে শ্রমিকরা তাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিভাবকের মর্যাদায় আসিন রাখেন। 

 

এছাড়াও, নারায়ণগঞ্জের বেশ কয়েকটি লোডিং, আনলোডিং পয়েন্টে শ্রমিকদের সংগঠন করে তোলেন। এ সকল সংগঠনের মধ্যে রয়েছে  বাংলাদেশ ফার্টিলাইজার লোড আনলোড কোং এসোসিয়েশন, সমাজ সালিশ, বিচার ও বিরোধ মীমাংসায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি একজন ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিলেন। মরহুম আমিনুল ইসলামই নারায়ণগঞ্জের প্রথম সুন্নতে খাতনার অনুষ্ঠান প্রচলন করেন। এতিম, ছিন্নমূল  ও অস্বচ্ছল পরিবারের শিশু-কিশোরদের সুন্নতে খাতনার আয়োজন এখনো সবার মনে পড়ে। 

 

এছাড়াও বিয়ে, লেখাপড়া, চিকিৎসা, খেলাধুলাসহ নানা অনুষ্ঠানে তার সহযোগিতা ছিল সমাজ বিনির্মাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা আজও মানুষের স্মৃতিতে অম্লান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন