Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আলু বিক্রি করতে হবে ৩০ টাকায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:৫৬ পিএম

আলু বিক্রি করতে হবে ৩০ টাকায়
Swapno

দেশে পর্যাপ্ত আলু আছে তাই খুচরা বাজারে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করার নির্দেশনা দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এজন্য মনিটরিং করার নির্দেশনাও দেয়া হয়েছে। একই সঙ্গে হিমাগারে ২৩ এবং পাইকারী পর্যায়ে ২৫ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশনাও দেয়া হয়েছে। 

একমাস আগেও যে আলুর দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা কেজি, এখন তা বিক্রী হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। আলুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেগুনের দামও। এক মাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে বেগুনের দাম ঠেকেছে ৮০ টাকায়। এ ছাড়াও বাড়ছে সব ধরনের সবজির দামও।

সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। কয়েক দফা বন্যা আর অতি বৃষ্টিও প্রভাব ফেলেছে সবজির দামে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন