Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে তিন মাদক কারবারি গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

আড়াইহাজারে তিন মাদক কারবারি গ্রেপ্তার
Swapno

 

আড়াইহাজারে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১২৯ পিস ইয়াবা ও ২৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো. উপজেলার চালারচর গ্রামের মোহাম্মদ আজগর আলীর ছেলে কাইয়ুম মিয়া (২৫), উপজেলার রামচন্দ্রদী উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর ছেলে এমদাদুল হক (৩০)ও সদাসদী কাজীপাড়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে হিরন মিয়া (৪০)। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রদী এলাকা থেকে ৪০ পিছ ইয়াবাসহ এমদাদুলকে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে চালাক চরের কাইয়ুমকে ৮৯ পিছ ইয়াবা ও সাদাসদী গ্রামে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ও ২৬ পুরিয়া গাঁজাসহ হিরণকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জেরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন