বুধবার   ০৪ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৯ ১৪৩০

আড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

 

আড়াইহাজারে হারিদোয়া নদী থেকে অজ্ঞাত (৪২)ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ি পুলিশ। গতকাল  রোববার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রী এলাকায়  হারিদোয়া নদীতে একটি লাশ ভাসতে দেখতে এলাকাবাসী। পরে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

 

খাগকান্দা নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারয়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর বুঝা যাবে তা হত্যাকান্ড কিনা। তবে লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্য ছিল। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর