আড়াইহাজারে নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৯:২৮ পিএম

ঝুলন্ত অবস্থায় নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজারের পাঁচগাও চরপাড়া এলাকা থেকে শনিবার (২৭ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছেলেটির নাম জোবায়ের। সে ওই এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ডাকতে গিয়ে দেখতে পান যুবকের জুলন্ত লাশ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব লাইভ নারায়ণগঞ্জকে জানান, ছেলেটি মানসিক রোগী ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে।এস.এ/জেসি