Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে শীর্ষ মাদকবিক্রেতা গ্রেপ্তার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৭:০৪ পিএম

আড়াইহাজারে শীর্ষ মাদকবিক্রেতা গ্রেপ্তার
Swapno


আড়াইহাজারে সোহেল মিয়া (২৬) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের অভিযানিক দল। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করে।  

 

 

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ ফজলুল হক খান গণমাধ্যমকে এ তথ্য জানান।  গ্রেপ্তার সোহেল চাঁদপুর জেলার মতলব থানার  দশপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য বারো ৪ লাখ ৪৮ হাজার টাকা।  

 

 

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফজলুল হক খান জানান, , গ্রেফতারকৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

 

 

সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যপারে মাদক আইনে মামলা হয়েছে।"  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন