Logo
Logo
×

বিচিত্র সংবাদ

আড়াইহাজারে সাঁতরে নদী পার হতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৮:৪১ পিএম

আড়াইহাজারে সাঁতরে নদী পার হতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু



আড়াইহাজারে স্কুল থেকে বাড়ী ফেরার পথে সাঁতরে নদী পার হতে গিয়ে পানির স্রোতের সাথে ভেসে যায় আবির (১৫) নামে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্র। পরে ডুবুরীরা তার লাশ উদ্ধার করে। সে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামের মালয়েশিয়া প্রবাসি উজ্জলের পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টায়।  

 

 

জানা গেছে, আবির নদী পারাপারের জন্য পাকা ব্রিজ থাকা সত্যেও স্কুল থেকে বাড়ী ফেরার পথে সাতরে হাড়িধোওয়া নদী পার হতে যায়। এ সময় প্রবল স্রোতের সাথে সে ভেসে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখূঁজির পর তাকে না পেয়ে ডুবুরী দলকে সংবাদ দেন। পরে নারায়ণগঞ্জ থেকে ডুবুরী দল এসে ঘটনাস্থল হতে অনেকটা দূর থেকে আবিরের লাশ উদ্ধার করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন