Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে স্ত্রীর মামলায় সাবেক স্বামী কারাগারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ পিএম

আড়াইহাজারে স্ত্রীর মামলায় সাবেক স্বামী কারাগারে
Swapno

 

আড়াইহাজারে স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় সাবেক স্বামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে মাহমুদা আক্তার এর সাথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের লতিফ খন্দকারের ছেলে ইউসুফ খন্দকারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন ঘর সংসার করার পর স্বামী প্রবাসে চলে যায়। স্বামী বিদেশে যাওয়ার পর স্বামীর আচরণ ও শশুর বাড়ির লোকজনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে নয় বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২২ সালে স্বামী ইউসুফকে তালাক দিয়ে সাভার আশুলিয়া থানার বসুন্ধরা বাইপেল এলাকার বাহারাইন প্রবাসী সানোয়ার হোসেন কে বিয়ে করেন। স্বামী ইউসুফ বিদেশ থেকে দেশে ফিরে স্ত্রীর বিয়ের কথা শুনে পূর্বের তাদের অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ছেড়ে দেন।

 

এতে মাহমুদার মানক্ষুন্ন হলে সোমবার ১৬ই অক্টোবর আড়াইহাজার থানায় এসে সাবেক স্বামী ইউসুফের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দিবাগত রাতে থানার এস আই নূরে আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স গিয়ে গিরদা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান, ইউসুফকে মামলা দিয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন