Logo
Logo
×

বিশেষ সংবাদ

উচ্চতাপের পর সন্ধ্যায় নগরীতে স্বস্তির বৃষ্টি  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০২:১৫ পিএম

উচ্চতাপের পর সন্ধ্যায় নগরীতে স্বস্তির বৃষ্টি  
Swapno


সারাদিন উচ্চতাপমাত্রা থাকলেও বিকেল হওয়ার সাথে সাথে নগরীর আকাশ দেখা যায় মেঘাচ্ছান্ন। সারাদিন তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল নগরবাসী। গতকাল  শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পৌনে ৮ টার দিকে নগরীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে গরম তাপমাত্রা থেকে শীতল আবহাওয়ার পরশ পেয়েছে জনসাধারণ।
 

 


এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

 

 

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
 

 


এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন