Logo
Logo
×

রাজনীতি

উন্নয়ন প্রচারণা করে তাদের মনোনয়ন প্রত্যাশা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

উন্নয়ন প্রচারণা করে তাদের মনোনয়ন প্রত্যাশা
Swapno

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীত নেতাদের তালিকা সময়ের সাথে দীর্ঘ হচ্ছে। তবে বিগত সময়ে তারা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা জনসাধারণের মাঝে প্রচার চালিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদেরকে জাহির করতে চাচ্ছেন বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিষ্ক্রিয় ও সোনারগাঁয়ের রাজনীতির মাঠে অপরিচিত নেতাদের তালিকা বৃদ্ধি পাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আবার কেউ পারিবারিক পরিচয়ে রাজনীতির মাঠে নেমে নতুন মুখ হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। নতুন মুখদের মধ্যে অন্যতম সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে সদ্য সদস্য পদ প্রাপ্ত মারুফুল ইসলাম ঝলক।

 

যিনি অনেকের কাছে বাংলাদেশের মোবাইল ব্যাকিং সেবার নগদের নির্বাহী পরিচালক হিসেবে পরিচিত ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে হিসেবে পরিচিত। তবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে পাওয়ার পর থেকেই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে তার উপস্থিতি দেখা যায় এবং সোনারগাঁয়ের রাজনীতিতে উত্থান ঘটিয়েই নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।

 

এছাড়া জনসাধারণের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা প্রচারণার মাধ্যমে কৌশলে নিজেকে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে জাহির করছেন। অপরদিকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার বিরোধিতা করে দল থেকে শোকজ হয়। পরবর্তীতে কিছুদিন পর শোকজের জবাব দেয়ার পর তাকে ক্ষমা করা হলে দীর্ঘদিন রাজনীতিতে নীরব ভূমিকায় থাকেন।

 

কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হয়েছে কালাম। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা নিয়ে প্রচারণা চালিয়ে নিজেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। এছাড়া কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাদের নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা নিয়ে প্রচারণা চালিয়ে জনসাধারণের মাঝে পরিচিতি লাভের চেষ্টা করছেন।

 

এদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এ.এইচ.এম মাসুদ দুলাল টানা চতুর্থ বারের মত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। কিন্তু তিনি মাঠে রাজনীতিতে সক্রিয় না থাকলেও সংসদ নির্বাচনের পূর্ব মুহুর্তে সোনারগাঁ আওয়ামীলীগের মাঠের রাজনীতিতে সক্রিয় হন। যেটা বিগত সংসদ নির্বাচনে দেখা গিয়েছে। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের সরকারের উন্নায়নের বার্তা নিয়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সোনারগাঁ আওয়ামীলীগের রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

 

এছাড়া আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট এর সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বণিক দিপু নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা প্রচারের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসাধারণের মাঝে পরিচিতি লাভের প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু বেশকয়েক দিন পূর্বে মাঠের রাজনীতিতে কিছুদিন সক্রিয় থেকে নিষ্ক্রিয় ভূমিকায় চলে যান।

 

কিন্তু আবারও তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ায় চেষ্টা চালাচ্ছেন আওয়ামীলীগ সরকারের উন্নায়নের বার্তা প্রচারের মাধ্যমে। তবে এসকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে তৃণমূল নেতারা নানা রকম মন্তব্য করছে। তৃণমূলের নেতারা বলছে, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় না থেকে কৌশলে জনসাধারণের মাঝে নিজেদের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারের মাধ্যমে জনসাধারণের সম্মুখে নিজেদেরকে সাংসদ প্রার্থী হিসেবে জাহির করতে চাচ্ছেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন