Logo
Logo
×

রাজনীতি

এমপি বাবুর ব্যাংকে জমা দুই কোটি টাকা, মামলা ৯টি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

এমপি বাবুর ব্যাংকে জমা দুই কোটি টাকা, মামলা ৯টি
Swapno

 

নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামা অনুযায়ী তার শিক্ষাগত যোগত্যা এম.এস.এস কৃষিখাতে তার আয় ১২,০০০ টাকা, বাড়ি বা এপার্টমেন্ট ভাড়া ৫৭,৬৮,০০০ টাকা। ব্যাংক আমানত ৩,৩১,১১৯। সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা ৬,৬০,০০০। করমুক্ত সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা ১৬,৪০,০০৫ টাকা।

 

অস্থাবর সম্পত্তি: নগদ টাকা ৬,২২,১৩৫ টাকা। ব্যাংক জমা ২,০৭,৪৯.৩৩২ টাকা। শেয়ার ক্রয় ১,৫০,৩৯৫। স্থায়ী আমানতে বিনিয়োগ (সঞ্চয়পত্র ৫ নছর মেয়াদী) ১,২০,০০০ টাকা। গাড়ি টয়োটা ল্যান্ড ক্রজার স্টেশন ওয়াগন জীপ ১ টি যার মূল্য ১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ন ৩৫ ভরি এবং ৩২ বোর পিস্তল ও ১২ বোর শর্টগান যার মূল্য ৬ লাখ ১২ হাজার ১৮৬ টাকা। ইলেক্টনিক সামগ্রী ৩ লাখ ৩০ হাজার টাকা। আসবাবপত্র ৪ লাখ ১১ হাজার টাকা।

 

সূচনা ডাইং এন্ড প্রিন্টিং লি ১২৫০০ টি শেয়ার যার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা এবং গ্রীণ ল্যান্ড টাউন ডেভেলপমেন্ট লি ১৩০০০ টি শেয়ার ১৩ লাখ টাকা স্থাবর সম্পত্তি কৃষি জমি ৩৩.১৩ শতাংশ। অকৃষি জমি ৩৬১.৭৯৫ শতাংশ যার মূল্য ২ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা। দালান ২.২৫ শতাংশ ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বাড়ি ৩২৩৮ বর্গফুটের ফ্লাট যার মূল্য ৮১ লাখ টাকা। প্লট ১০ কাটা ৪ ছটাক যার মূল্য ৪১ লাখ টাকা।

 

এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৭টি হত্যা মামলা। তবে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি ও একটি মামলায় খালাস পেয়েছেন। ৬টি মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট গৃহীত হয়। এবং দুটি মামলার কার্যক্রম স্থগিত থাকলেও তিনি তা থেকে অব্যাহতি পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নজরুল ইসলাম বাবু তার বিরুদ্ধে ৯টি মামলার কথা উল্লেখ করেছেন।

 

হলফনামার তথ্যমতে, উচ্চ আদালত থেকে অব্যাহতি পাওয়া ৮টি মামলা হলো- আড়াইহাজার থানার মামলা নং-৯(১০)২০০১ (ধারা-১৪৩/১৪৮/৪২৭/৩৮০/৩০৭/১১৪ দ:বি:), আড়াইহাজার থানার মামলা নং-৭(১২)২০০১ (ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩৭৯/১১৪ দ:বি:),  রমনা থানার মামলা নং-৫৭(১)২০০২(ধারা-৩০২/৩৪ দ:বি:),  ডেমরা থানার মামলা নং-৭৬(২)২০০২ (ধারা-৩০২/৩৪ দ:বি:), ধানমন্ডি থানার মামলা নং-৭১(১১)২০০১ (ধারা-৩০২/৩৪ দ:বি:),  রমনা থানার মামলা নং-২৬(২)২০০২ (ধারা-৩০২/৩৪ দ:বি:), তেজগাঁও থানার মামলা নং-৯৮(১২)২০০১ (ধারা-৩০২/৩৪ দ:বি:), রমনা থানার মামলা নং-৪(৬)২০০৫ (ধারা-৩০২/৩৫৩ দ: বি:)। এছাড়া খালাস পাওয়া মামলাটি হলো- রমনা থানার মামলা নং-২৫(২)২০০৪ (ধারা-৩৩২/৩৫৩ দ:বি:)।

 

অন্যদিকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলমগীর শিকদার লোটন তার হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৪ লাখ ৬০০ হাজার টাকা। শেয়র/সঞ্চয়পত্র থেকে তার আয় ১৬ হাজার ৯১৫ টাকা। তার নগদ টাকার পরিমান ৪ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমান ১৬ হাজার ৯১৫ টাকা। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন