কবি আল মাহমুদ আধুনিক বাংলা কাব্যের উজ্জ্বল নক্ষত্র

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৬ পিএম

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং বরেণ্য কবি আল মাহমুদ স্মরণে ‘বিশুদ্ধভাবে মাতৃভাষা চর্চায় করণীয় এবং বরেণ্য কবি আল মাহমুদ-এর জীবন ও কর্ম’Ñ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৭টায় নারায়ণগঞ্জ শহরের তল্লাস্থ সাধারণ পাঠাগারে রিপন মৃধার সঞ্চালনায় মঈন আহ্সানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট আইনজীবী এবং দৈনিক খবরের পাতা’র সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, বিশেষ অতিথি দৈনিক ইনকিলাব-এর উর্ধ্বতন সহকারী সম্পাদক কবি জামালউদ্দিন বারী। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এ বি এম আসাদুজ্জামান সুমন, নিবন্ধ উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং পাঠাগারের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. দিদারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য চৌধুরী মাহবুব রহমান স্বপন।
বক্তারা বলেনÑ ‘বায়ান্নের ভাষা সৈনিকরা মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করে জাতিকে আলোর পথ দেখিয়েছেন। তারা ছিলেন জাতির দিকদর্শন। ভাষা আন্দোলন কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিতে হয়নি। সামজিক-সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ ছাত্র-জনতা এগিয়ে আসেন। আর বরেণ্য কবি আল মাহমুদ আধুনিক বাংলা কাব্যের উজ্জ্বল নক্ষত্র। মেধা মনন স্বকীয়তায় আমাদের গর্ব। তিনি সমাজতন্ত্রী ছিলেন। ছিলেন মুক্তিযোদ্ধা। সমাদৃত ‘গণকণ্ঠ’-এর ছিলেন সম্পাদক। তখন তিনি প্রগতিশীল। যখন মহান স্রষ্ঠায় অগাধ বিশ্বাসী হলেন তখন তাকে বলা হলো প্রতিক্রিয়াশীল এবং মৌলবাদী। জাতির কাছে প্রশ্ন থাক মহান স্রষ্ঠার প্রতি বিশ্বাস এটাই কি অপরাধ?
মাতৃভাষা বাংলা আজ বিশ্ব দরবারে সুপরিচিত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের যে অর্জন তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সভায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বিশুদ্ধভাবে মাতৃভাষা চর্চার জন্য সকলকে আন্তরিক হবার উদাত্ত আহ্বান জানিয়ে মহান ভাষা সৈনিক এবং বরেণ্য কবি আল মাহমুদ-এর মাগফিরাত কামনা ও জাতির সার্বিক কল্যাণে দোয়া-মুনাজাত করা হয়।