বুধবার   ০৪ অক্টোবর ২০২৩   আশ্বিন ১৯ ১৪৩০

কলেজ রোডে তরিকুল সুজনের উপরে অতর্কিত হামলা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

 

# শামীম ওসমানকে চ্যালেঞ্জ করায় এই হামলা দাবি গণসংহতির

 

 

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনের উপরে হঠাৎ অতর্কিত হামলা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯ টায় কলেজ রোডের মোড়ে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা জানান, বৃষ্টির সেই কারণে সুজন কলেজ রোডের একটা চায়ের দোকানের সামনে আশ্রয় নেই। হঠাৎ দেখি তোলারাম কলেজের দিক থেকে ২/৩জন লোক এসে সুজনকে শুধু শুধু মারধর শুরু করে।

 

আমরা তখন সূজন ভাইকে রক্ষা করতে গেলে তারা আমাদের উপরে ও হামলা করতে আসে সে সময় কোন রকম ছাড়া পেয়ে সূজন দৌঁড়ে একটি রেস্টুরেন্টে আশ্রয় নেয়। পরবর্তীতে পরিস্থিতি ঠান্ডা হলে সুজনের তার সংগঠনের লোকেরা এসে রেস্টুরেন্ট থেকে উদ্ধার করে। আর এ সময় তারা দাবি জানিয়েছে গত শুক্রবার নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ করার কারণেই এই হামলা হয়েছে।

 

এর পর পরই গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নেতৃবন্দরা তাৎক্ষণিক প্রেস ক্লাবের সামনে থেকে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা শ্লোগান দেন সমন্বয়কের উপর হামলা কেন প্রশানসন জবাব চাই, আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের রিয়াদকে উদ্দেশ্য করে বলে রিয়াদের আস্তানা ভেঙ্গে ঘুরিয়ে দাও। এমনকি তারা সকলেই এটা হামলরা প্রতি তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে।

 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত এক সভায় গণসংহতি জেলা সমন্বয়ক তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের উদ্দেশ্যে বলেছিলেন, ‘নারায়ণগঞ্জে একজন সংসদ সদস্য আছেন যিনি বললেন তিনি সকালে উঠে কাঁশি দিলেই নারায়ণগঞ্জ সাফ হয়ে যাবে। আমরা বলতে চাই। নারায়ণগঞ্জ গুন্ডা পান্ডা ও সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

তার জন্য আপনি দায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নাগরিকদের লাশ ভেসে বেড়ায়। তুর্কীর মত কিশোরের লাশ এই শীতলক্ষ্যায় পাওয়া গেছে। আমরা কেবল ত্বকী হত্যার বিচারের জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি আশিক, চঞ্চল, ভুলু, মিঠু সহ অসংখ্য মৃত্যুর দায় আপনাদের ঘাড়ে বর্তায়। সুতরাং বাহাদুরি করবেন না। গর্জন দিবেন না। আপনি যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান সেটার হিস্টোরি আছে, বাংলাদেশের মানুষ পালায় না।

 

'আপনাকে বলতে চাই, আপনার বাহাদুরী সুষ্ঠু নির্বাচনে এসে দেখান। দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনার ইলেকশনে জেতা অসম্ভব। যদি সুষ্ঠু নির্বাচন হয় শামীম ওসমানের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা নিশ্চিত হয়েই বলি। আজকে যারা গুন্ডাপান্ডা এবং সরকারের দোসর। তাদের কারও জামানত টিকবে না।

 

শামীম ওসমানকে বলতে চাই। যদি সৎ সাহস থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নামেন এবং দেখেন আপনার জামানত টিকে কিনা। আমরা লড়াই করছি ঐক্যবদ্ধ ভাবে। এই লড়াই মানুষের জীবন জীবিকা ও ভবিষ্যতের। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানী করে রেহাই মিলবে না। এই ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য সুখকর নয়। আমরা এই লড়াই চালিয়ে যাব।

 

সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বলতেই চাই এই লড়াইয়ে আমরা জিতবো। এই লড়াই ১৮ কোটি মানুষের লড়াই। এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে এমন বক্তব্যে দেওয়ার কারণেই তার উপর আওয়মী লীগের সন্ত্রাসী বাহিনীরাই হামলা করেছে এমনটাই বলছে গণসংহতি আন্দোলণ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দগণ।

 

সম্প্রতি শামীম ওসমানকে নিয়ে বক্তব্য দিয়ে এই হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন বলে মনে করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে যুগের চিন্তাকে বলেন, ‘বাক স্বাধীনতা সবার রয়েছে। সবাই তার বক্তব্য তুলে ধরতে পারেন।

 

কিন্তু তরিকুল সুজনের উপর যে ন্যাক্কার জনক হামলা ঘটেছে এটি স্পষ্ট যে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। যদি প্রশাসন নিরপেক্ষ হয়ে থাকে, কারো আজ্ঞাবহ না হয় তাহলে অবিলম্বে তরিকুল সুজনের উপর হামলা কারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।’ এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর