কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট

যুড়ের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে ব্রিজের ঢালে একটি যাত্রীবাহি লোকাল নাফ বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশ কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল করিম জানান, সাইনবোর্ড এলাকা থেকে আসা একটি নাফ বাস হঠাৎ ব্রিজ থেকে নামতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
এতে ১০ যাত্রী আহত হয় সামান্য আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এসময় ঢাকাগামী চট্টগ্রাম রোড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যানজট নিয়ন্ত্রনে কাজ করলে ঘন্টা খানেকের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।