Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাঁচা বাজারে দামে কিছুটা স্বস্তি

Icon

শ্রাবণী আক্তার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

কাঁচা বাজারে দামে কিছুটা স্বস্তি
Swapno


শুরু হয়েছে শীতের মৌসুম। এতোদিন কাঁচা বাজারে চৈত্রের দাবদাহের আগুন থাকলেও ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকটা কমেছে মৌসুমি সবজির দাম। এমনিতেও শীতের মৌসুমে বাংলাদেশে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়। সব জেলার কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসা শুরু করেছে নভেম্বরের শুরুতেই। আগের সপ্তাহে দাম কিছুটা বাড়তি থাকলেও এখন বেশ কিছু সবজিতেই ফিরেছে স্বস্তি।

 

 

গতকাল নগরীর পাইকারী দিগুবাবরু বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে প্রায় ১০-২০টাকা কমেছে। শুধু সবজিই নয় সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ আলুর দামও। গত সপ্তাহে দেশী পেঁয়াজের পাল্লা ছিল ৬৫০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজের পাল্লা ছিলো ৫০০ টাকা। এ সপ্তাহে দেশী পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ৪৫০ ও ইন্ডিয়ান পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ৪০০ টাকা।

 


 গত সপ্তাহে যেসব শাক ও সবজির কেজি ছিলো ৮০ টাকার ঘরে। এই সপ্তাহে তা ৪০-৫০ টাকার ঘরে নেমে এসেছে। লাল শাকের কেজি ৪০, পালং শাকের কেজি ৬০ ও ডাটা শাকের আটি ২০ টাকা করে বিক্রি হচ্ছে। আলুর পাল্লা (৫ কেজি) ২২০ টাকা, গোল ও লম্বা বেগুণ প্রতি কেজি ৩০-৪০ টাকা, ফুলকপি ৪৫ টাকা, মরিচের কেজি ১২০টাকা, লতি প্রতি কেজি ৪০টাকা।

 

 

মূলার কেজি ৪০ টাকা, ধুন্দলের কেজি ৫০ টাকা, মিষ্টিকুমড়া প্রতি কেজি ১৪০ টাকা (১ চিড় ৩০ টাকা), করলা কেজি ৬০ টাকা, ঢেড়স প্রতি কেজি ৪০ টাকা, বরবটি কেজি ৪০ টাকা, জলপাই কেজি ৫০ টাকা, রসুন ২০০-২২০, আদা ২০০-২২০, ধনেপাতার কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 


তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমলেও ক্রেতারা মনে করছেন মৌসুম অনুযায়ী কিছু সবজির দাম একটু বেশি। যেমন- গাজরের কেজি ১০০ টাকা, টমেটো ১৫০, বাঁধাকপি প্রতি পিছ ৮০-১০০, লাউ ছোট সাইজ ৬০ টাকা।

 


সবজি বিক্রেতা মো. সোহেল জানান, শীতের সবজি বাজারে নতুন আসায় কিছু কিছু সবজির দাম বাড়তি। তবে সামনের সপ্তাহে আবহাওয়া ও দেশের পরিস্থিতি ভালো থাকলে যেসব সবজির দাম বাড়তি আছে সেসব সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

 


বেসরকারি এক কর্মকর্তা বলেন, জনমনে কিছুটা শান্তি ফিরে এসেছে বাজারে সবজির দাম কমায়। মোটামুটি সবাই শীতের সবজি পছন্দ করে কিন্তু এতদিন বাজার দামের পরিস্থিতি এমন ছিলো যে আমাদের মতো মানুষদের বেতনের টাকায় সংসার চালানো কঠিন হয়ে পরেছিল। এখন একটু স্বস্তি পাওয়া যাবে।

 


দিনমজুর সাত্তার মিয়া জানান, এতোদিন শাক-সবজির মেলা দাম আছিলো এহন শীতের সবজি আওয়াতে দাম কমছে আগের থাইকা। দাম কমাতে আমাগো মতো গরিবের অনেক উপকার হইলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন