Logo
Logo
×

বিনোদন

খল অভিনেতা গাংগুয়া আইসিইউতে 

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ০১:০৩ পিএম

খল অভিনেতা গাংগুয়া আইসিইউতে 
Swapno

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউ'তে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা জায়েদ খান।


বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে েেস্ট্রাক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে গাংগুয়াকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়।


অভিনেতা পারভেজ গাংগুয়ার মেয়ে শুক্রবার (১৩ জুলাই) ফেসবুকে তার বাবার জন্য দোয়া চেয়ে লিখেছেন, আমি পারভেজ গাংগুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আআব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ প্রে ফর হিম।


গাংগুয়া প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে অভিনেতা জসিমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার কাছেই ফাইট শেখেন। গাংগুয়া অভিনীত ‘রাজা বাবু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়। ‘তোকে ভালো বাসতেই হবে’, ‘আত্মগোপন, ‘পাপের প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন