বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

গণঅভ্যুত্থানে শহীদ-আহত ৮৩ পরিবারকে আর্থিক অনুদান  

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ৮৩ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে একটি সভার আয়োজন করা হয়। এ সভায় আহত ৮০ ও নিহত ৩ পরিবারকে এ আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
 

 


এসময় এক বক্তব্য তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে ক্ষতির হয়েছে সেটা কোনভাবে পূরণ করা সম্ভব নয়। রাষ্ট্র বিভিন্নভাবে আর্থিক ও বিভিন্ন সহযোগিতা দিয়ে তারা পাশে থেকেছে। নারায়ণগঞ্জ থেকে নিহত-আহতদের পরিবারের সদস্যরা যারা এসেছেন তাদের অনেকেই আমি চিনি। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন কাজে তারা আমাদের সাথে ছিলেন। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি এবং কয়েকজনকে চিকিৎসার ব্যবস্থাও করেছি।
 

 


এসময় তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। রাত এখনো উপস্থিত ৮৩ জন আহত এবং নিহতের পরিবারকে আমরা আর্থিক অনুদান দেবো। এছাড়াও যদি এমন হয় যার পরিবারের একজনই উপার্জন করতেন এবং সেই মারা গেছেন, বর্তমানে সেই পরিবারের অবস্থা খুবই খারাপ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটা পারি চেষ্টা করব।      এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর