Logo
Logo
×

রাজনীতি

গাজীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হতে শাহজাহানের পদত্যাগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

গাজীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হতে  শাহজাহানের পদত্যাগ
Swapno

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একের পর এক চমক আসছে। বিএনপি নির্বাচনে না এলেও আওয়ামীলীগ ২৯৮টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগ তার প্রার্থী হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দেয় রোববার। ২৪ ঘন্টা না পেরুতেই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাজাহান ভূঁইয়া। তিনি যুগের চিন্তাকে এই তথ্য নিশ্চিত করে জানান, ‘আজ (সোমবার) দুপুর ১টার দিকেরূপগঞ্জ উপজেলা পরিষদের পদ থেকে পদত্যাগ করেছি। নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মিনিষ্ট্রিতে যাচ্ছি।’

 

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপি থেকে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার মনোনয়নপত্র কিনেছেন। তাছাড়া জাতীয় পার্টি থেকেও এই আসনে প্রার্থী দেয়া হয়েছে। এছাড়া আওয়ামীলীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হলে এবার কোন বাধা না দেয়ার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন