রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

গুগল কর্মীদের অফিস আসবাব কেনার জন্য ১০০০ ডলার দেবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ মে ২০২০  

টেক জায়ান্ট গুগলে আগামী ৬ জুলাই থেকে তারা কর্মীদের অফিসে ফিরে আসতে দেওয়া শুরু করবে এবং গ্রীষ্মের শেষের দিকে ও শরতের শুরুর দিকে ধীরে ধীরে অফিসে কর্মীদের উপস্থিতি বাড়িয়ে তুলবে। আর যারা হোম অফিস বেছে নেবে তাদের স্ট্যাডিং ডেস্ক এবং এরগনোমিক চেয়ারের মতো হোম অফিসের প্রয়োজনীয় আসবাব কেনার জন্য ১০০০ ডলার পর্যন্ত ব্যয় করার অনুমতি দেবে কোম্পানিটি।


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় গুগলের সকল কর্মীরা বর্তমানে বাসায় বসে কাজ করার সুবিধা পাচ্ছেন। তবে আগামী ১০ জুলাই অফিস খোলার পরে ১০ শতাংশ কর্মী অফিসে ফিরবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক অফিস মেমোতে বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩০ শতাংশ কর্মীকে অফিসে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।


গত সপ্তাহে ওয়্যার্ড ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে পিচাই জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন না যে গুগল ফিজিক্যাল অফিস বাদ দেবে, যা কর্মীদের নানা ধরনের সুযোগ সুবিধার জন্য বিখ্যাত।

 

এই বিভাগের আরো খবর