গৃহবধূ কলি`র হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি মহিলা জেলা পরিষদের

যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ পিএম

গত ৩০ অক্টোবর রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় নিজ বাড়িতে শাহ আলী প্রধান স্বপন তার স্ত্রী কলি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। সূত্রমতে জানাযায়,। হত্যা পর কলির মাকে ( ইয়াসমিন আক্তার) ফোন করে জানায় কলি খুব অসুস্থ, তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাচ্ছে। খবরটি শুনে কলির মা অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে যায়, সেখানে না পেয়ে স্বপনকে ফোন দিলে জানায় বাড়িতে নিয়ে এসেছে।
তারা বাড়ীতে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। আমাদের সুস্থ্য মেয়েটি দুই ঘন্টার মধ্যে কিভাবে মারা গেল? এসব বলে কলির মা আহাজারি করতে থাকলে স্বপনের পরিবার তাকে হুমকি দেয় এবং "কোন আইনগত ব্যবস্থা নেয়া হবে না বলে"- কাগজে স্বাক্ষর নেয়।
এরপর দ্রুত দাফনের ব্যবস্থা করে। পরবর্তীতে ঐ লিখিত কাগজের জন্য থানা মামলা নেয়নি। গত ২ই নভেম্বর ২০২১ তারিখ কলির মা মহিলা পরিষদ, নারায়ণগঞ্জে এসে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিলে সার্জন, আর.এম.ও, সিদ্ধিরগঞ্জ থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ করেন। ঐ দিনেই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং লাশ উত্তোলন করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়।
গত ১৫ নভেম্বর ২০২১ তারিখ ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়া হয়। ১০/১২ দিন হলো চূড়ান্ত রিপোর্টে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়।
কিন্তু অদৃশ্য শক্তির কারণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করেনি। মহিলা পরিষদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে পুনরায় স্বারকলিপি প্রদান করবে। সেই সাথে সরকার ও জেলা প্রশাসনের কাছে জোর দাবি, আসামি শাহ আলী প্রধান স্বপনকে দ্রুত গ্রেফতার করা হোক