রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

গোগনগর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

 

 

নারায়নগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ২০২৪- ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় গোগনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ান, সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগম, নাজমা বেগম, নিলুফা আক্তার, ইউপি মেম্বার ৩ নং ওয়ার্ডের তোফাজ্জল হোসেন কাবিল, ২ নং ওয়ার্ডের মোহাম্মদ আলী হোসেন, ৬ নং ওয়ার্ডের বিপ্লব হোসেন হাবু, ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৮ নং ওয়ার্ডের রুবেল আহমেদ, ৫ ওয়ার্ডের রফিকুল ইসলাম রফিক, ৯ নং ওয়ার্ডের তাওলাদ হোসেন আওলাদ, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ রুস্তম আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজল আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একে সেলিম ওসমানের সার্বিক সহযোগিতায় ডিজিটাল গোগনগর ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে উন্নয়নমূলক কার্যক্রম চলছে চলমান থাকবে ইনশাআল্লাহ। এজন্য তিনি গোগনগর ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

মোট বাজেটের নিজস্ব খাতের ২৭ লাখ ৯৬ হাজার ৬৫০ টাকা, উন্নয়ন তহবিল ২ কোটি,৬৮ লাখ ৮১ হাজার ৫৯৭ টাকা সহ মোট ২ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ২৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। যোগাযোগ খাতকে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর