Logo
Logo
×

রাজনীতি

জনসভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ১০ হাজার নেতাকর্মীর যোগদান  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

জনসভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ১০ হাজার নেতাকর্মীর যোগদান  
Swapno

 
বজ্র কন্ঠে আওয়াজ তুলুন ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের মহাসমাবেশকে সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী নৌপথে যোগদান করেন।

 


শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘনাঘাট থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটে সোনারগাঁয়ের নেতৃবৃন্দদের নিয়ে স্লোাগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নেতাকর্মীরা মহাসমাবেশের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় সোনারগাঁ উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ কে এম শামীম ওসমানের ডাকে মহাসমাবেশে যোগদান করছি। এখানে আমাদের প্রায় ১০ হাজারের অধিক নেতাকর্মী দুইটি লঞ্চে ও বাসে করে মহাসমাবেশে যোগদান করছেন। আজকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগদান করেছে। আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের উপজেলার নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও ঠেকাতে রাজপথে থাকবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন