Logo
Logo
×

বিশেষ সংবাদ

জাপানি চেরি রাঙাবে নগর ভবন

Icon

প্রথম আলো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

জাপানি চেরি রাঙাবে নগর ভবন
Swapno


চেরি ফুলের গাছ সাধারণত সারা বছর রুক্ষ থাকে। শীতের শেষে বসন্তে রুক্ষ চেরির কাণ্ড থেকে বের হয় কুঁড়ি। ফুলে ফুলে ছেয়ে যায় পুরো গাছ। গুচ্ছ চেরি ফুল সাধারণত সাদা, গোলাপি ও লাল রঙের হয়। জাপানের জাতীয় ফুল চেরিকে ‘সাকুরা’ বলে ডাকেন জাপানিরা। চেরির সৌন্দর্য দেখতে অনেকেই দেশটিতে পাড়ি জমান। এখন সেই চেরি ফুল ফুটবে নারায়ণগঞ্জে।

 

 

বন্ধুত্বের নগরীর নিদর্শন হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে চেরিগাছের তিন প্রজাতির ৩০টি চারা উপহার দিয়েছেন জাপানের নারুতো সিটির মেয়র মিচিহিকো ইজুমি। ইতিমধ্যে গত বৃহস্পতিবার চারাগুলো বুঝে পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর নগর ভবনের আঙিনায় চেরিগাছের চারাগুলো রোপণ করা হবে।

 


সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও জাপানের নারুতো সিটির মেয়র মিচিহিকো ইজুমির মধ্যে ফ্রেন্ডশিপ সিটিবিষয়ক এক চুক্তি সই হয়। চুক্তিতে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিনিময়-সংক্রান্ত চারটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

 

বন্ধুত্বপূর্ণ নগরের নিদর্শন হিসেবে নারুতো সিটি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্তৃপক্ষকে কানহিজাকুরা চেরি, সানলাইট চেরি ব্লজম ও মিয়াজাকুরা চেরি—তিন প্রজাতির ১০টি করে মোট ৩০টি চারা দেন। গত বৃহস্পতিবার চারাগুলো বুঝে পায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন