রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২১ ১৪৩১

টিপুর গ্রেফতারে যুবদল নেতা শহিদুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন মহানগর যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহিদুল ইসলাম। বুধবার (৮ নভেম্বর) বিকেলে এক বিবৃতির মাধ্যেমে শহিদুল এই নিন্দা প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে শহিদুল ইসলাম এড. আবু আল ইউসুফ খান টিপু’র নিঃশর্তর মুক্তি দাবি জানিয়ে তারা বলেন, সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার ও দমন নিপীড়ন করছে। মিথ্যা মামলায় গ্রেফতার করে নেতাকর্মীদেরকে কারাবন্দি করা হচ্ছে। গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে মহানগর বিএনপি তথা যুবদলের নেতা কর্মীদেরকে রাজপথ থেকে দমানো যাবে না। সকল গ্রেফতার ও মামলা মোকাবেলা করেই এক দফা দাবি স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে । এই সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বে মহানগর যুবদল। অবিলম্বে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ গ্রেফতার সকল রাজবন্দী নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিংশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।


প্রসঙ্গত, বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করা চেষ্ঠা করে। ওই সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে টেনে হিজরে নিয়ে যায়। এ সময় মিছিলের আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেপ্তার হয়নি।

 

এই বিভাগের আরো খবর