রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ৩০ ১৪৩১

ডোনারদের উপর নির্ভর কায়সারের রাজনীতি

এম মাহমুদ

প্রকাশিত: ৭ জুন ২০২৪  

 

 

ঈশা খাঁর স্বপ্নের নগর ছিল সোনারগাঁ এবং ১২ ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর রাজধানী ছিল এই সোনারগাঁয়ে। সম্রাট আকবর বাংলা বিজয়ের পর ভাটি অঞ্চলের সুরক্ষার স্বার্থে বাংলা প্রভাবশালী জমিদারদের একত্রিত করে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, যাঁরা বারো ভূঁইয়া নামে পরিচিত। যার কারণে মধ্যযুগীয় বাংলার একজন প্রভাবশালী স্বাধীনতাকামী হিসেবে ঈসা খাঁ আজও বাংলাদেশে সমাদৃত হন।

 

 কিন্তু ঈশা খাঁর এই সোনারগাঁয়ে নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। কিন্তু প্রচীন বাংলার এই রাজধানীকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কারণ তিনি স্থানীয় সাংসদ হয়ে অনত্র এলাকার নেতার প্রভাব ও সোনারগাঁয়ের অনত্র নেতাদের উপর তিনি নির্ভরশীল।


সূত্র বলছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বারের মত সংসদ নির্বাচিত হোন। কিন্তু প্রথমবারের মত সাংসদ হয়ে রাজনীতিতে ছিল তার অসংখ্য ভূল এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালনে তার ব্যর্থতার চিত্র বারংবার ফুঁটে উঠে। যার কারণে পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রত্যাশা করেও ব্যর্থ হন। 

 

কারণ টানা দুবার তাকে মনোনীত না করে রাজনৈতিক না প্রতিকূলতা অতিক্রম করে রাজনীতিতে পাকাপোক্ত হওয়ার সুযোগ করে দেয়া হয়েছিল। যার কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্য থেকে পুণরায় আব্দুল্লাহ আল কায়সারকেই নৌকা মনোনীত করা হয়। পরবর্তীতে তিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। কিন্তু পুনরায় সাংসদ হওয়ায় মাস খানেক অতিক্রম না হতেই হয়েছেন বিতর্কের পাত্র এমনকি দীর্ঘ অপেক্ষার পর পুনরায় সাংসদ হয়েও তার রাজনৈতিক এলাকায় আবারও নেতৃত্বের ব্যর্থতার চিত্র উপর ফুঁটে উঠতে শুরু করে। 

 

তাছাড়া তার রাজনৈতিক এলাকায় প্রভাবের ক্ষেত্রে অন্যত্র এলাকার সাংসদের উপর নির্ভরশীল হতে হয়। তাছাড়া এমপি হয়েও গুটিকয়েক সোনারগাঁয়ের আওয়ামীলীগের নেতাদের ডোনেশনে তার রাজনৈতিক কর্মকান্ড এমপিগিরি পরিচালিত হয় বলে বিস্তর আলোচিত। তারা হলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সি. সহ-সভাপতি ইঞ্জি মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি।

 

 তবে সবচেয়ে বেশী আলোচিত হয়ে থাকে সাংসদ হতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সি. সহ-সভাপতি ইঞ্জি মাসুদুর রহমান মাসুমের  ২ কোটি টাকার সহযোগীতার বিষয়টি। এমনপি সাংসদ হওয়ার পরও আর্থিকভাবে স্থানীয় সাংসদকে মাসুমের সহযোগীতার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়ে থাকে। অপরদিকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু যিনি সদ্য অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী। 

 

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে একজন আলোচিত প্রার্থী ছিলেন বাবুল ওমর বাবু। যিনি গত সংসদ নির্বাচনেও কায়সার হাসনাতকে সাংসদ হতে নির্বাচনে কোন রকম সহযোগীতা বা প্রচারণায় ছিলেন না। কিন্তু সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে স্থানীয় সাংসদ কায়সারকে ম্যানেজ করে সমর্থনের টার্গেট করেন। পরবর্তীতে স্থানীয় সাংসদ কায়সার হাসনাত ম্যানেজও হয়ে যান যার কারণে ভোটের মাঠে প্রচারিত হয়েছিল সাংসদ কায়সারের সমর্থিত প্রার্থী বাবুল ওমর বাবু। 

 

তবে এই ম্যানেজ হওয়ার পিছনে রয়েছে কোটি কোটি টাকার লেনদেন যেটা উপজেলা নির্বাচনে ভোটের মাঠে ব্যাপকভাবে আলোচিত হন। কিন্তু উপজেলা নির্বাচনে বাবুল ওমর বাবু কোটি টাকায় সমর্থন নিয়ে পরাজিত হলেও নির্বাচনী পরবর্তী সময়ে কায়সারের পাশে দেখা যাচ্ছে বাবুকে। কারণ নির্বাচনে পরাজিত হলেও বাবুকে সাংসদ কায়সার তার নিজস্ব বলয়ে রেখে উপজেলা নির্বাচনে তার সমর্থিত প্রার্থীর পরাজয়ের দায় এড়ানো এবং আর্থিক সুবিধা পাওয়ার জন্য তাকে বেছে নিয়েছেন বলে ব্যাপক আলোচিত হচ্ছে।

 

 এছাড়াও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি দীর্ঘদিন ছিলেন কায়সারের প্রতিপক্ষ হিসেবে এমনকি তার পারাবারিক রাজনৈতিক বিরোধীতায়। তবে সোহাগ রনিও নির্বাচন করে পরাজিত হলে পিঠ বাঁচাতে কায়সার বলয়ে ছুটে আসেন এমনকি কায়সার হাসনাতও তাকে বরণ করে নেন। তবে তাকে বরণ করে নেয়ায় ক্ষিপ্ত ছিল কায়সার বলয়ের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের শান্তনা দেয়া হয় সামনে জাতীয় নির্বাচন বিভেদ রেখে লাভ নেই। 

 

তবে সাংসদ কায়সার এর অন্তরালে জাতীয় নির্বাচনে সোহাগ রনির কাছ থেকে আর্থিক সহযোগীতা পাওয়ার উদ্দেশ্যেই নিজস্ব বলয়ে ঠাঁই দেন যেটা পরবর্তীতে না মহলে প্রকাশ পায়। তবে সাম্প্রতিক সময়ে সোনারগাঁ জুড়ে সাংসদ কায়সারের বিরোধী বলয়ের নেতাদের মধ্যে আলোচিত হচ্ছে এই সকল ডোনারদের আদলে এবং তাদের উপর নির্ভর করেই তার রাজনীতি পরিচালিত হচ্ছে।

এই বিভাগের আরো খবর