Logo
Logo
×

নগর জুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন বাস ভাড়া ৫৫ টাকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০২:২৫ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন বাস ভাড়া ৫৫ টাকা
Swapno

 

# ব্যতিক্রম হলে শাস্তিমূলক ব্যবস্থা

# ১৭ আগষ্ট থেকে কার্যকর করা হয়েছে

 

ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৬০টাকা থেকে কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চাষাঢ়া থেকে চিটাগাং রোড এর ভাড়া ৩০ টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জ আঞ্চলিক পরিবহন কমিটি কর্তৃক ঢাকা-নারায়ণগঞ্জ  রুটে ভাড়া পুনঃ নির্ধারণ করা হয়েছে। ১৭ আগষ্ট বুধবার বিআরটিএ সহকারি পরিচালক (ইঞ্জিঃ) মো. শামসুল কবীর এর স্বাক্ষরে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। সর্বনিম্ন ভাড়া  বাসের ক্ষেত্রে ১০ টাকা ও মিনি বাসের ক্ষেত্রে ৮ টাকা নির্ধারিত হয়েছে।  

 


নারায়ণগঞ্জ জেলায় চলাচলরত বাস ও মিনিবাস  উভয়ের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া  ২.৪০ টাকা ধার্য করা হয়েছে। ঢাকা (জিপিও)  থেকে নারায়ণগঞ্জের মোট দূরত্ব ১৯.৫ কিলোমিটার । এ দুরত্বে  ২.৪০ টাকা হারে ভাড়া আসে ৪৭ টাকা। এছাড়াও নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে চাষাড়া বাস ষ্ট্যান্ড, নতুন র্কোট, শিবু মার্কেট এ ভাড়া ১০ টাকা।  জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, যাত্রাবাড়ী, সায়েদাবাদ রেলগেইট, জয়কলি মন্দির, শাপলা চত্তর, দৈনিক বাংলার মোড়, জিপিও পর্যন্ত  বাস ভাড়া যথাক্রমে  ১৪ টাকা, ২৩ টাকা, ৩৫ টাকা, ৩৮ টাকা, ৪১ টাকা, ৪৪ টাকা, ৪৫ টাকা, ও ৪৭ টাকা। 

 


ফ্লাইওভার দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চার্টে বর্ণিত ভাড়ার সাথে ৫ টাকা টোল বাবদ যুক্ত হবে। এছাড়াও যে সকল  বাস সমূহ মৌচাক হয়ে ইউর্টান নিয়ে  নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করবে ঐ সকল বাস সমূহের ক্ষেত্রে মূল ভাড়ার সাথে অতিরিক্ত ৬ টাকা যুক্ত হবে। কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক যদি সড়ক বিভাজন উঠিয়ে নেওয়া হয় তাহলে অতিরিক্ত ৬ টাকা ভাড়া প্রযোজ্য হবে না।  

 


নারায়ণগঞ্জ বাস টার্মিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিরো পয়েন্ট)  পর্যন্ত  আসা-যাওয়ার ভাড়া উভয় ক্ষেত্রে ৫৫ টাকা হারে প্রযোজ্য হবে। এই ভাড়া ১৭ আগষ্ট বুধবার থেকে কার্যকর করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ইসমত আরা জানান, সেই পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৯ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন।

 

 

সেই হিসাবে গড়ে ২০.৫৫ কিলোমিটার নির্ধারণ করা হয়। ২ টাকা ৪০ পয়সা হিসেবে হয় ৫০ টাকা আর ফাইওভারের টোল নিয়ে হয় ৫৫ টাকা। এ ভাড়া আজ (বুধবার) থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন