রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২১ ১৪৩১

তৈমূরের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই : খোরশেদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  


বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহবায়ক তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ যাচ্ছেন। তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তার পরিবার।

 

 

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তার পরিরবারের পক্ষ থেকে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুর রহমান খন্দকার খোরশেদ এক বিবৃতিতে জানান, আমাদের পরিবারের একমাত্র ভরসাস্থল ও নীতি নির্ধারক তৈমূর আলম খন্দকার। তবে তার বর্তমান রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আমরা একমত নই।

 

 

বিবৃতিতে তিনি আরও ববলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি মহাসমুদ্র। এই মহাসমুদ্রে আমার মত নগন্য একজনের থাকা না থাকায় কিছু আসে যায় না।

 

 

তবুও বলতে চাই আমৃত্যু আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিতেই থাকতে চাই।হয়তো আর কোনদিন দলের কোন পদ পদবী পাবো না,এখনো প্রথমিক সদস্য ব্যাতীত কোন পদে আমি নেই।তবুও দলের সাধারণ সদস্য হিসাবে,একজন কর্মী হিসাবে কাজ করে যাব।

 

 

বিএনপি যদি আমাকে বহিষ্কারও করে তবুও আমি ধানের শীষের একজন ভোটার,বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী ও শুভাকাঙ্ক্ষী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল ও দলের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাকে ভালবাসেন এমন নেতাকর্মীদের ও নারায়নগঞ্জবাসীকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান রইলো।   এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর