রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২১ ১৪৩১

দুই লঞ্চে সমাবেশে এলেন ১৫ হাজার নেতাকর্মী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

 

চাষাঢ়ায় শামীম ওসমানের ডাকা সমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি লঞ্চে করে নৌপথে যোগদান করছেন নারায়ণগঞ্জে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট থেকে নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আহ্বানে দেশ বাঁচাতে সমাবেশের উদ্দেশ্যে রওনা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

সরেজমিনে দেখা যায়, জয় বাংলা স্লোগানে নেতাকর্মীদের বিশাল ঢল নামে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায়। সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেঘনাঘাটে এসে উপস্থিত হন। তিন তলা বিশিষ্ট দুটি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে আসে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া জানান, আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এ কে এম শামীম ওসমানের ডাকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগদান করছি। এর আগে আমরা প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি, বৈঠক করেছি।  

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগদানের মাধ্যমে আজ আবার প্রমাণ করেছেন তারা দলের সঙ্গে রয়েছেন বলেও মন্তব্য করেন স্থানীয় এই নেতা। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর