নভেম্বরে আসছে যুবদলের ইউনিট কমিটি
লিমন দেওয়ান :
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে অন্যতম মহানগর যুবদল। মহানগর যুবদলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ ও ইউনিট কমিটি অনেকটাই জরুরী। এদিকে ইতিমধ্যে মহানগর যুবদলের ৩ ট্রাম্প প্রায় ৮ বছর যাবৎ ইউনিটের নেতাকর্মীরা পরিচয়বিহীন অবস্থায় যুবদল নেতা হিসেবেই আছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের ভিতরগত বিভিন্ন্ কারণে রাজনৈতিক পরিচয় পাননি যুবদলের শত শত নেতাকর্মী।
এদিকে খোরশেদ-মন্তু কমিটি ৩ বছর দায়িত্বে থেকেও ব্যর্থ হয়েছেন ইউনিট কমিটি দিতে। পরবর্তীতে মত্তু-সজল কমিটি ২ বছর দায়িত্ব¡ পালন করেছেন তারা ইউনিট কমিটি গঠনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এছাড়া ইউনিট কমিটি ও পূর্নাঙ্গ কমিটির নামে অর্থ বাণিজ্যের নানা অভিযোগের কান্ডারী হয়েছেন তারা। যা নিয়ে সেন্ট্রাল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের চিঠি পৌঁছেছে। যাকে ঘিরে সর্বশেষ বর্তমান ৩ সদস্য বিশিষ্ট সজল-শাহেদ-সাগর কমিটির দেড় বছর পার হলে ও তারা দিতে পারেনি ইউনিট কমিটি তা ছাড়া এখনো পূর্নাঙ্গ করতে পারেনি মহানগর যুবদলকে শুধু তাদের নেতৃত্বে সদর থানার আওতাধীন আলীরটেক ইউনিয়ন ও বন্দর থানার আওতাধীন মুছাপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। বাহিরে আর কমিটি দিতে পারেনি নেতাকর্মীরা।
জানা গেছে, পর পর দুইটি কমিটির নেতৃত্বে থাকা নেতাদের উদাসিনতা ও কমিটি বাণিজ্যের কারণে তৃণমূল পর্যায়ের নেতাদের নেতৃত্বের বিস্তার ঘটাতে পারেননি মহানগর যুবদলের নেতাকর্মীরা। বর্তমানে প্রতিটি ইউনিট যুবদলের কমিটিতে স্থান পেতে এক ঝাঁক নেতা এখই প্রস্তুত নিয়ে আছে এমন করে প্রত্যেকটি থানার নেতারা ঝাঁকে ঝাঁকে কমিটিতে স্থান পেতে লবিং জোরদারভাবে চালিয়ে যাচ্ছে। এদিকে গত বছরের লাষ্ট হয়ে কমিটির আলোচনা সামনে আসলে ও বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনের লক্ষে রাজপথে নেমে মামলা- হামলার শিকার হওয়ার কারণে নেতাকর্মীরা দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। এ ছাড়া কোন নেতাকর্মী রাজপথমুখী হতে পারেনি। কিন্তু গত ৫ আগষ্ট স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পরে দেশ ছেড়ে পালিয়ে গেলে আগামী আড়াই মাস নিজ বাসায় স্থিতির রয়েছে নেতাকর্মীরা। এদিকে বিগত দিনে দফায় দফায় দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হলে ও বর্তমানে কর্মসূচির চাপ অনেকটাই কম।
এদিকে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সেই হিসেবে আলোচনায় চলে আসে যুবদলের নাম। সেই হিসেব অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আগামী ৩ মাসের মধ্যে যুবদলের আওতাধীন সকল ইউনিট কমিটি গঠন করার জন্য। সে অনুযায়ী গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষে প্রস্তুতি সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের যৌথ আলোচনার ভিত্তিতে আগামী নভেম্বর মাস থেকেই কমিটি গঠনের কার্যক্রম চালু করার ঘোষণা দেন। এদের উলাসিত হয়ে পরে সেখানে উপস্থিতরত যুবদলের ইউনিটের নেতাকর্মীরা।
সকলের দাবী নেতারা তাদের কমেন্টমেন্ট ঠিক রাখলে গত ৮ বছর যাবৎ ইউনিট পর্যায়ে পরিচয়হীন যুবদল নেতারা তাদের পরিচয় পাবে। এদিকে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভ দেখা গেলে ও আগামীতে কমিটির মাধ্যমে সকল ক্ষোভ মিটে যাবে বলে আশ^াস দেন নেতাকর্মীরা।
প্রস্তুতি মূলক সভায় মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ বলেন, আমরা আড়াই মাস যাবৎ সকলে বাসায় যেভাবে শান্তির সাথে ঘুম দিতে পারি, এই ঘুমটা মনে হয় গত ১৮ বছরে কেউ দিতে পারে নাই। আমাদের অনেকের পাওয়া না পাওয়া অনেক কিছুই থাকতে পারে, অনেকের দাবী ও আবদার থাকতে পারে কিন্তু সব কিছুর উর্ধ্বে কিন্তু একটাই যে আমরা একজন স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি।
তিনি বলেন, আমাদের সকল ব্যাক্তিগত চাহিদা-আবদার উর্ধ্বে রেখে আমরা আমাদের সাংগঠনিক কাজ নিয়ে এগিয়ে যাওয়ার পালা। আর বর্তমানে আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যুবদলের আওতাধীন সকল ইউনিট কমিটি যাতে আগামী ২/৩ মাসের মধ্যেই অতি দ্রুত যোগ্য নেতাকর্মীদের যাচাই করেই করা হয় সেদিকে লক্ষ্য রেখে কমিটি গঠন করার জন্য। আমরা আগামী নভেম্বর মাস থেকেই কমিটি গঠনের কাজ ধরবো। এখানে গত ১৭ বছর ও বিশেষ করে গত ২ বছরের সকল কার্যক্রম যাচাইয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। আশি কথা দিয়ে গেলাম যারা গত ৫ আগষ্টের পর যুবদল নেতা হিসেবে এসেছে তাদের আপাতত কোন মূল্যায়ন করা হবে না। আর আমি ইউনিটের নেতাকর্মীদের বলে দিতে চাই আগামী (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা চাষাড়ায় যে ফ্রী মেডিকেল ক্যাম্প করবো সেখানে সকল নেতাকর্মীরা যে যার যার অবস্থান থেকে মিছিল নিয়ে এখানে উপস্থিত থাকবেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান প্রস্তুতি সভায় বক্তব্যে তিনি বলেন, বর্তমানে রাজনীতি হয়ে গেছে ডিগবাজির মতো। কে কার থেকে বেশি ডিগবাজি দিয়ে এগিয়ে যেতে পারে সেই ডিগবাজি নিয়ে সবাই ব্যস্ত। সম্মান-শ্রদ্ধা-রাজনৈতিক প্রোটকল-রাজনৈতিক নিয়মাবলী। রাজনীতিতে বড়দের সাথে সম্মান প্রদর্শন করে যেভাবে নেতৃত্ব দিতে হয়। যে অঞ্চলে যে সিনিয়র নেতা তার প্রতি যে সম্মান প্রদর্শন করতে হয়। আমরা ভাইকে খুশি রাখতে গিয়ে-বোনকে খুশি রাখতে গিয়ে আমরা এই কাজগুলোকে অনেকেই এড়িয়ে চলি এবং বিপথে বিপদগামী হয়ে যাই।
তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি, কিছু কিছু নেতাকর্মী রয়েছে যাদের বাসায় গেলে এক মাইল পর্যন্ত জুতার ভিড় দেখা যেত। আবার এ সময় দেখেছি তিনি একা বসে আছেন তার পাশে কেউ নাই। পদ-পদবী হচ্ছে একটা সুন্দর্য। অনেকে এই পদকে কাজে লাগিয়ে অনেকে কিছুই করেছেন। তাদের দেখা গেছে যখন নেতা থাকে তখন জয় জয়কার থাকে। এক সময় যখন নেতৃত্বের পদটি চলে যায়। সে সময় জয় জয়কার তো দূরের কথা সেই নেতার সামনে কর্মী ও খুঁজে পাওয়া যায় না। আমরা বহু নেতাকর্মীদের পদ-পদবী দেখেছি এগুলোর মাধ্যমে আমাদের একটা শিক্ষা হয়ে গেছে।
তিনি আরো বলেন, বিগত দিনে আমরা যেভাবে প্রতিযোগীতার সাথে যুবদলের রাজনীতি করেছি। বর্তমানে ও সেইভাবে আছে কিন্তু কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা রয়েছে। সেই জায়গাগুলোতে যদি যাচাই বাছাই করে আমরা সুন্দরভাবে সেগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের সংগঠনটি আরো শক্তিশালী হবে। আর যদি এর বাহিরে গিয়ে ছবি বা বিভিন্ন বিষয় নিয়ে কেউ প্রভাবশালী নেতা হতে চায়। তাদের ও মাথায় রাখতে হবে যখন আমার পদ-পদবী চলে যাবে তখন সেই অনিয়ম-পেশার আবার উল্টো আমার দিকে চলে আসবে। আজকে আমরা আহ্বায়ক-সদস্য সচিব- আমি যুগ্ম আহ্বায়ক বলে আমরা হনু গেছি তা নয় কালকে আমাদের পদ গেলে আমরা সাবেক হয়ে যাবে আর তখনই যারা যে ভাইয়ের কর্মীরা সিনিয়র নেতাদের পার্সেনাল কোন্দলে জড়িয়ে নিজেরা অন্য নেতাদের সম্মানহানি করবে সেই ভাই সাবেক হয়ে গেলে কিন্তু সেই কোন্দলে জড়িয়ে পড় কর্মী কোনঠাসা হয়ে পরবেন।
তিনি বলেন যেহেতু দেশ নায়ক তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারীর মধ্যেই ২৭টি ওয়ার্ড, ৫টি ইউনিয়ন এবং ২টি থানা ১টি উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করতে আমরা সকলেই সম্মিলিতভাবে আমাদের ইউনিট কমিটিগুলো বাস্তবায়ন করবো যদি ভিতনগত কোন কোন্দল থাকে সকল কোন্দল ভূলে গিয়ে।
- খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের পথ : জিএম সাদরিল
- নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতার হাতে ট্রাকসহ আটক
- আ.লীগের কর্মীদের সুখে থাকলে ভূতে কিলায় : এড. সাখাওয়াত
- জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি: দুদক
- ৮ দফা দাবীতে পিএম গার্মেন্টস`র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- উপদেষ্টার শপথ নিলেন আরও তিনজন
- পোড়া পাসপোর্ট অফিস সংস্কারের অপেক্ষায় সেবাপ্রত্যাশীরা
- ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর
- গর্ত থেকে বের হলেন না আওয়ামী লীগ নেতারা
- ওসমান পার্টির দায়ভার এখন খোকার ঘাড়ে
- ফের গ্রুপিং-দ্বন্দ্বে বিএনপি
- নাগরিক পরিষদের জেলা আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব জামাল হোসেন
- বিএনপির গুডবুকে তাঁরা
- সম্প্রীতির দেশ গঠনে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসুন: সেনাপ্রধান
- নাসিকের বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানির তীব্র সংকট
- খোকনের রাজনীতি ব্যাকফুটে
- বহাল তবিয়তে শামীম ভক্তরা
- ১৬ বছরের জঞ্জাল ৩ মাসে সাফ করা অসম্ভব- তানিয়া রব
- রেজাউলের সক্রিয়তায় গাত্রদাহ মান্নান-মোশারফের
- জেলা বিএনপিতে নয়া গ্রুপিংয়ে খোকন
- কর্মীদের মাথা বিক্রি করেই চলতেন নাহিদ-জিকু
- কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে মোরছালীন বাবলা
- ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে লিটন সাহা আউট, এম সোলায়মান ইন
- বাস ভাড়া কমানোর দাবিতে শহরে মশাল মিছিল
- সোনারগাঁয়ে পাঁচ টাকার সাঁকোই ভরসা ২০ গ্রামের
- পলাতক থাকা আ.লীগের নেতাদের রাজধানীতে ডাক
- একাধিক গ্রুপের মহড়ায় থমথমে কাঠেরপুল
- কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে মোরছালীন বাবলা
- মাত্র এক টাকা কমলো এলপি গ্যাসের
- কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের প্রতিবাদ সভা
- প্রভাব খাটিয়েছেন এমপির স্ত্রীরাও
- ১৬ বছরে শামীম ওসমান পরিবারের চার হাজার কোটি টাকা পাচার
- সুখে-দুঃখে সর্বদা আমি সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে আছি:জাফর সাদিক
- ইয়ার্ন মার্চেন্টে ওসমান দোসররা বহাল তবিয়তে
- পদবিহীন নেতাদের দিয়ে কুকর্ম করাতেন শামীম ওসমান
- জোর করে সাইনবোর্ড ঝুলিয়ে যায় কাউসার-খোরশেদ
- ব্যবসায়ী সংগঠনে ওসমান দোসরদের বহাল থাকা নিয়ে ক্ষোভ
- গিয়াস ঠেকানো মিশনে মাঠে অপপ্রচারকারীরা
- পলাতক থাকা আ.লীগের নেতাদের রাজধানীতে ডাক
- সাখাওয়াত-টিপুতে নির্ভার মহানগর বিএনপি
- নিটিং ওনার্স এসোসিয়েশনে ওসমান দোসররা দাপুটে
- নির্বাচনী প্রস্তুতি একমাত্র গিয়াসউদ্দিনের
- সোনারগাঁয়ে পাঁচ টাকার সাঁকোই ভরসা ২০ গ্রামের
- সোনারগাঁয়ে আওয়ামী লীগের পার্টি অফিস দখল করে বিএনপির সমাবেশ
- বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও গণস্বাক্ষর
- ১২০ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প
- সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
- ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে লিটন সাহা আউট, এম সোলায়মান ইন
- জেলা বিএনপিতে নয়া গ্রুপিংয়ে খোকন
- ১৬ বছরের জঞ্জাল ৩ মাসে সাফ করা অসম্ভব- তানিয়া রব
- ধরা খেলেন শামীম ওসমান
- পদত্যাগ করার ঘোষনা দিলেন মেয়র আইভী
- আমার ভাই এমপি হিসেবে অনেক কিছুই বলতে পারেন : আইভী
- ওবায়দুল কাদেরের পা ধরেও কাজ করাতে পারেননি শামীম ওসমান
- আ’লীগের মনোনয়ন নিয়ে
কাদের নওফেলের পর বাণিজ্যমন্ত্রী বললেন ‘ভুয়া’ - গ্রেপ্তার করলে আগে আমাকে করুন : পুলিশকে শাহেদ
- আইভীর নড়াচড়ায় শামীমের দৌড়ঝাঁপ
- আইভীকে দেখে চলে গেলেন হাই-বাদল
- বাবুর রাজ্যে শামীমের হানা !
- শামীম ওসমান কেন, কাউকেই মনোনয়ন দেইনি : ওবায়দুল কাদের
- শামীমের ওসমানের শপথ কাজে আসেনি
- আসছে জাকির খান, থাকছে রাজীব-মোশারফ
- নৌকা মার্কায় কিভাবে নমিনেশন পান দেখা যাবে : বাদল
- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল
আলোচনায় নারায়ণগঞ্জের ৮ নেতা - ডিসবাবুকে গ্রেপ্তারের পর এসপি কার্যালয়ে শামীম ওসমান (ভিডিও)