Logo
Logo
×

বিশেষ সংবাদ

নমপার্ক রক্ষা করতে ব্যর্থ হলেন শাহ নিজাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

নমপার্ক রক্ষা করতে  ব্যর্থ হলেন শাহ নিজাম
Swapno

 সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে  থমথমে পরিবেশ থেকে এখন স্বাভাবিক শান্ত পরিবেশ ফিরে এসেছে। সচল হয়েছে যানবাহন চলাচল। গত ১৮ জুলাই এবং ১৯ জুলাইয়ের তান্ডবের পর মানুষের মনে আতঙ্ক যেন কাটছে না। ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা নারায়ণগঞ্জ লিংরোডের স্টোডিয়ামের পাশেই নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক (নমপার্ক) অবস্থিত। ওই দিন বিকেলে একদল দুর্বৃত্তরা প্রবেশ করে পার্কের দুই ভবনের ভিতরে গিয়ে হামলা,ভাংচুর করে তান্ডব চালায়। একই সাথে ভবন দুটিতে আগুন ধরিয়ে সকল কিছু পুরে ফেলে। এমনকি ভবনের ভিতর বাহিরে কোন কিছু পাওয়া যায় নাই। ভবন দুটিকে  ভেঙে চুরমার করে ফেলেছে। দুর্বৃত্তদের এই হামলা পার্কের দায়িত্বরত কর্মচারীরা পর্যন্ত পালিয়ে যান। 


এদিকে জানাযায়, ঢাকা নারায়ণগঞ্জ লিংরোডে অবস্থিত নমপার্কের মালিক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শাহ নিজাম। যিনি বিভিন্ন সভা সমাবেশে গরম বক্তব্য দিয়ে মাঠ কাপিয়ে রাখেন। এমনকি তার নেতা সাংসদ শামীম ওসমানের নির্দেশে বিএনপি জামাতের তান্ডবকে যে কোন সময় প্রতিহত করার জন্য মাঠে থাকতে তারা প্রস্তুত এমন বুলি ছড়ান। তাছাড়া এই নেতার ফতুল্লাতে বিশাল কর্মী বাহিনী রয়েছে। সেই সাথে তার পরিচিতি থাকায় শাহ নিজাম এবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।


এছাড়া নমপার্কে মেলা বসিয়ে জুয়া চলাকে কেন্দ্র করে শহর জুরে আলোচনা সমালোচনা তৈরী হয়। তখন এই ঘটনাকে কেন্দ্র করে নমপার্কে প্রয়াত এমপি নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমান এখানে ছুটে যানে। এছাড়া শাহ নিজামের ডাকে এই পার্কে আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ পুত্র ওয়ন ওসমান পর্যন্ত ছুটে যান। তাছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এখানে দলীয় বিভিন্ন মিটিং পর্যন্ত করা হয়। টানা ১৬ বছর ক্ষমতায় আওয়ামী লীগ থাকা সত্বেও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের মালিকানাধীন নমপার্ক রক্ষা করতে ব্যর্থ হন। অথচ এই নেতা প্রভাশালী এমপির প্রভাবশালী হাতিয়ার হিসেবে পরিচিতি রয়েছে। তার বিশাল কর্মীবাহিনী থাকা স্বতে¦ও পার্কে দায়িত্বে থাকা নিরাপাত্তা ব্যক্তিদের ডাকে কেউ এগিয়ে আসে নাই। পার্কের মালিক যখন আসছে ততোক্ষনে এখানকার কোন কিছু আর অবশিষ্ট নেই। সব কিছু যেন মুহুর্তের মাঝে তছনছ হয়ে গেছে। 


অপরদিকে তাই রাজনৈতিক মহল থেকে শুরু করে সচেতন মহলে প্রশ্ন উঠেছে যেই নেতার এত কিছু থাকা স্বত্বেও নিজের মালিকাধীন সাধারণ ছোট পার্ক রক্ষা করতে পারে না সেই নেতা জনগনের পাহরা দিবে কি করে। কেননা একজন জনপ্রতিনিধি মানে তার নির্বাচনী এলাকার পাহারাধার হিসেবে সেবক হয়ে কাজ করেন। কিন্তু তিনিতো নিজের ঘরই ঠিক রাখতে ব্যর্থ হয়েছেন। তাই শাহ নিজাম সদর উপজেলা চেয়ারম্যান হলে তা রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে। তবে বিএনপির নেতারা বিভিন্ন বক্তব্যে বলে থাকেন তারা এখানে আখের গুছিয়ে সুযোগমত পালিয়ে যাবেন। দুর্বৃত্তদের তান্ডবের পর তা যেন ফুটে উঠেছে। অথচ এই গত ১৫ বছরে বিভিন্ন সভা সমাবেশে বলে বেরিয়েছেন সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্ েদাও গুড়িয়ে দাও। বিএনপির আগুন সন্ত্রাসকে প্রতিহত করার জন্য তারা মাঠে থাকবে। কিন্তু কাজের বেলায় দেখা গেল রেজাল্ট শুন্য। নিজেদের প্রতিষ্ঠানই তারা রক্ষা করতে পারে নাই। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন