
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : চাষাঢ়ায় জরাজীর্ণ ভঙ্গুর জিয়া হল (টাউন হলের) ব্যাপারে দুঃখপ্রকাশ করে বলেন, আমার জন্মের পর দেখেছি একটি পুকুর ভরে টাউন হল করা হয়েছিলো। টাউন হলের নামটা একেক সময় একেক রকম করা হওয়া শুরু হলো। শেষ পর্যন্ত আমার টাউন হলটাই খেয়ে দিলো। ‘নাম ভাঙ্গবে না বিল্ডিং ভাঙ্গবে নাকি সামনে মেলার দোকান দিবে। আর আমার বাচ্চারা খেলার জায়গা পায় না। আমার মানুষ কথা বলতে পারে না, বসতে পারে না, সেমিনার করতে পারে না। আমি মাঝে মাঝে বলি ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো।’
রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাইস্কুলে ঋতুরাজ বসন্তবরণ উৎসব ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, আমার কিছু লাগবে না। আমরা যখন চাইতে বসি তখন অনেক বড় কিছুই চাই। আমি মাঠটাই চাই। মাঠটার মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা স্বপ্নদ্রষ্টারা তাদের সাথে আলোচনা করার মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নয়ন করে নিয়ে যাবে। আমার সবচেয়ে কাছের লোকগুলোকে কাছে চাই।
ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান সাংসদ। তিনি বলেন, নারায়ণগঞ্জে বিকেএমইএ’র পক্ষ থেকে দুইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যার মাধ্যমে অনেক শিক্ষার্থী কারিগরি শিক্ষা অর্জন করে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেই কারিগরি শিক্ষার আওতায় আনা হবে। এছাড়া নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান নকলমুক্ত হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদও জানান তিনি।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর নাজমুল আলম সজল, সংরক্ষিত আসনের কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বসন্তবরণ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।