Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৫ আসনে জোটের অঙ্ক নিয়ে উদ্বেগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

না.গঞ্জ-৫ আসনে জোটের অঙ্ক নিয়ে উদ্বেগ
Swapno


আসন্ন্ দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো মনোনয়ন বিক্রির কার্যক্রম সমাপ্ত করেছে। শুরু হয়ে গিয়েছে মনোনীত প্রার্থী নির্ধারণ করা এবং জোটগত দলগুলো জোট প্রধান দলের সাথে নিজেদের পছন্দের আসনগুলোতে ভাগ বসাতে কষছে কঠিন অঙ্ক।

 

 

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের ছাপিয়ে এবার আওয়ামীলীগের জোটগত সম্ভাভনাময় দল হিসেবে আসনটিতে ভাগ বসাতে চায় জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি।

 


সূত্র বলছে, টানা এক যুগেরও অধিক সময় ধরে নারায়ণগঞ্জ-৫(বন্দর) আসনে নৌকার মনোনীত প্রার্থী দেয়া হয়নি। যার কারণে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শুরু করে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা অবহেলিত। আসন্ন দ্বাদশ সাংসদ নির্বাচনে যেকোন মূল্যে আসনটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা আসনটিতে আওয়ামীলীগের জোটত দলগুলো মনোনয়ন না দেয়ার ব্যাপারে জোর দাবি জানিয়ে আসছে।

 

 

কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে ২০০১ সালের পর থেকে বিগত সংসদ নির্বাচনগুলোতে আসনটি আওয়ামীলীগের শরীক দল হিসেবে জাতীয় পার্টি ছাড় দেয়া হচ্ছে। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে কোন ক্রমেই ছাড় না দিয়ে নৌকা ভাগাতে জোড় তদবির চালিয়ে যাচ্ছিলেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা। কিন্তু তফসিলের পর পরই আওয়ামীলীগের শরীক দল হিসেবে পরিচয় পেল তৃণমূল বিএনপি।

 

 

যার কারণে এবার জাতীয় পার্টির সাথে ভাগ বসাতে তৎপর থাকবে তৃণমূল বিএনপি। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬ জন।

 

 

এরা হলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)।

 

 

এছাড়া আওয়ামীলীগের সম্ভাব্য শরীক দল হিসেবে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ সেলিম ওসমান। পাশাপাশি আওয়ামীলীগের শরীক দল হিসেবে ইতিমধ্যে স্থান পাওয়া তৃণমূল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল হামিদ ভাষানী নারায়ণগঞ্জ-৫ আসন মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

 

দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগত দল হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে দুটি দলই নিজেদের প্রার্থীদের মনোনীত করার লক্ষ্যে জোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু জাতীয় পার্টি জোটগত ভাবে নির্বাচনে না আসার ইঙ্গিত দিয়ে ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করলেও শেষত আওয়ামীলীগের সাথে জোট হওয়ার একটি সম্ভাবনা এখনো রয়েছে। যার কারণে নারায়ণগঞ্জ-৫আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা তফসিল ঘোষণার পর উৎফুল্ল থাকলেও মনোনয়ন নির্ধারণের সময়কালে জোটগত অঙ্কের কারণে উদ্বেগ তৈরী করেছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন