Logo
Logo
×

নগর জুড়ে

নাফিজ-স্মিথ পরিষদের মনোনয়নপত্র জমা

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

নাফিজ-স্মিথ পরিষদের মনোনয়নপত্র জমা

 

 

আগামী ১৫ জুলাই নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হবে। বুধবার (৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের কাছে নাফিজ-স্মিথ পরিষদের ১১ জন ১১ টি পদে ২১টি মনোনয়নপত্র জমা দেন।

 

বিভিন্ন পদে নাফিজ আশরাফ, আমির হুসাইন স্মিথ, সৈয়দ ওবায়েদ উল্লাহ, বুলবুল আহমেদ সোহেল, খলিলুর রহমান, রফিকুল ইসলাম রফিক, শরীফ উদ্দিন সবুজ, তানজিন আহমেদ অন্তু রেজা, হাসান মাহমুদ রিপন, আবুল কালাম আজাদ, মাহফুজ সিহান মনোনয়নপত্র জমা দেন । তফসিল অনুযায়ী, আগামী ৪ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৮ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৫ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য বিমল রায়, খন্দকার শাহ্ আলম ও রুমন রেজার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৬ (ছয়) জন সহ সর্বমোট ১১ (এগার) টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন