Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ বিএনপিতে গৃহদাহ

Icon

ইউসুফ আলী এটম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম

নারায়ণগঞ্জ বিএনপিতে গৃহদাহ
Swapno

 

গৃহদাহে জর্জরিত নারায়ণগঞ্জ বিএনপি। সরকার বিরোধী চলমান আন্দোলনে গৃহদাহের প্রভাব সুস্পষ্ট। দিন যতোই যাচ্ছে আগুনের লেলিহান শিখাও ততোই ছড়িয়ে পড়ছে। বর্তমান অবস্থা এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেও গৃহদাহ প্রশমিত হচ্ছে না। 

 

প্রসঙ্গত, দীর্ঘদিন পর জেলা এবং মহানগর বিএনপির কমিটি গঠনের পরপরই বিদ্রোহের আগুন মাথাচাড়া দিয়ে ওঠে। কমিটিতে যাদের স্থান হয়নি কিংবা যারা পছন্দের পদ পাননি তারা একজোট হয়ে বিদ্রোহের পাল্লা ভারি করেছেন। মনের ক্ষোভ মিটাতে না পেরে কেউ কেউ আবার পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেননি।

 

পর্যবেক্ষকদের মতে, এরও আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়ার অপরাধে তৈমূর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কারের পরপরই বিদ্রোহের সূত্রপাত। আর তখন থেকেই তৈমূর খন্দকারের বিশ্বস্ত অনুসারিদের একটা বিশাল অংশ একেবারেই চুপ হয়ে যায়। মূলত তখন থেকেই দলে গৃহদাহের শুরু।

 

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার পর নারায়ণগঞ্জ বিএনপিতে হতাশা জেঁকে বসে। সম্মুখসারির পরিচিত মুখগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। দলের মিছিল-মিটিংয়ে সক্রিয়ভাবে অংশ নেয়া থেকেও নিজেদেরকে বিরত রেখেছেন। গত ২৭ সেপ্টেম্বর সাইনবোর্ডের কাছে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে আশাতীত লোকসমাগম না হওয়ার পেছনে এটিও একটি কারণ বলে জানা গেছে।

 

অক্টোবর মাসটাকে সরকার বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির প্রথমসারির এক নেতা। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপির চূড়ান্ত আন্দোলনে গৃহদাহের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রকাশ করছেন বিএনপির অনেক নেতা। তারা মনে করেন, কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগেই দলের বিভাজন দূর করে গৃহদাহ ঠেকাতে হবে। এস.এ/জেসি       


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন