শনিবার   ২৭ জুলাই ২০২৪   শ্রাবণ ১২ ১৪৩১

নাসিকে ডেঙ্গু সচেতনতামূলক সভা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেফ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে নগরবাসীকে সচেতন করার লক্ষে জনসচেতনতা কর্মসূচীর ফলাফল অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ইমারজেন্সি রেস্পন্স ফর ডেঙ্গু প্রকল্প আওতায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

এসভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের স্বাস্হ্য বিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী। এছাড়াও বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জনাব অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর মনোয়ারা বেগম ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায়।  

 

 

এসময় প্রোগ্রামের ফলাফল উপস্থাপন করেন জনস্বাস্হ্য ও রোগতত্ত্ব  বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী। তিনি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে জ্ঞান,সচতনতা ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে।ডেঙ্গু একটি ভয়াবহ রোগ হিসাবে অবির্ভূত হয়েছে।

 

 

সামনে দিনগুলোতে এর ভয়াবহতা আরো বৃদ্ধির আশংকা রয়েছে।ডেঙ্গু নিয়ন্ত্রনে সকল নগরবাসীকে সচতন হয়ে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখার আহব্বান করেন।   এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর