Logo
Logo
×

বিনোদন

নিকের জুতা লুকাতে ৫ মিলিয়ন চেয়েছেন পরিণীতি, মিলছে....

Icon

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:১১ পিএম

নিকের জুতা লুকাতে ৫ মিলিয়ন চেয়েছেন পরিণীতি, মিলছে....
Swapno

বিনোদন ডেস্ক (যুগের চিন্তা ২৪) : সব ঠিক থাকলে চলতি বছরের ২ ডিসেম্বরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ইতিমধ্যে সাত পাকে বাঁধা পড়েছেন প্রিয়াংকা-নিক।

বাকদান চুপিসারে সেরে ফেললেও যোধপুরের মেহরানগড় কেল্লায় তিনদিনব্যাপী বিবাহ পর্বের অনুষ্ঠান সারবেন প্রিয়াংকা ও তাঁর বিদেশি প্রেমিক নিক জোনাস। রাজস্থানে গিয়ে সেই কেল্লাতে ঘুরেও এসেছেন নিক ও প্রিয়াংকা। বিয়েতে নিমন্তন্য করা হবে আত্মীয়-স্বজন মিলিয়ে ২০০ জনকে।    

প্রিয়াংকার বোন পরিণীতি চোপড়া যে কোনওভাবেই অনুষ্ঠান মিস করবেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট। ইতিমধ্যেই জুতা লুকানোর রেওয়াজের জন্য দুলাভাইয়ের সঙ্গে টাকার কথা গেছে।  প্রিয়াংকার বোন নাকি এক জন্য ৫ মিলিয়ন ডলার চেয়ে বসেছেন। কিন্তু নিক নাকি বলেছেন, ৫ মিলিয়ন নয়, ১০ ডলার দেবেন তিনি।  

যদিও হাল ছাড়তে নারাজ পরিণীতি। সেরা শ্যালিকা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন