Logo
Logo
×

বিচিত্র সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী !

Icon

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ০২:৩৮ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী !
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বাড়িতে নানা সময় বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকি লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। এভাবেই চলছিল স্থানীয় যুবক সুনীল চৌধুরীর সঙ্গে স্ত্রী নীতুর পরকীয়া। তাই আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি স্বামী সবলু শর্মা।


কিন্তু এর পরেই ঘটেছে 'অদ্ভুত' এক ঘটনা। পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী সবলু শর্মা। আর অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে।


সম্প্রতি স্থানীয় মন্দিরে নীতু এবং তার প্রেমিক সুনীল চৌধুরীর চার হাত এক করে দেন তিনি। কেবল তাই নয়, একেবারে অভিভাবকের মতোই 'বিদায়'দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।


এ ঘটনার পর স্বামী সবলু শর্মা একেবারেই চুপচাপ। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। আর নীতু জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন। এ বিয়ের আগে স্বামী তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন