Logo
Logo
×

রাজনীতি

পাঁচ এমপির দু’জনের কপাল পুড়তে পারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

পাঁচ এমপির দু’জনের কপাল পুড়তে পারে
Swapno


আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার হতে পারে। নির্বাচন হবে কি হবে না- এ নিয়ে রাজনীতিতে চলছে টানাপোড়েন।  যদিও বিএনপি বরাবরই বলে আসছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এর মধ্যেও আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলে জানান দিচ্ছে।

 

 

যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে নির্বাচন করতে চায় টানা পনেরো বছর ক্ষমতায় থাকা দলটি। এজন্য নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল সারাদেশে প্রার্থী বাছাইয়ে একাধিক জরিপ চালিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে তথ্যের ভিত্তিতে আগামী নির্বাচনে ক্লিন ইমেঝের ব্যক্তিদের মনোনয়ন দেয়া নিয়ে ভাবছে দলীয় হাই কমান্ড। এছাড়া বিতর্কিত এমপি মন্ত্রীরা বাদ পড়তে পারে।

 


এদিকে আগামী নির্বাচন প্রার্থী বাছাইয়ে দেখভাল করছে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই। দলীয় সুত্রমতে ও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্যমতে, বিভিন্ন জরিপের ভিত্তিতে সেপ্টেম্বরে ১শ’জন প্রার্থী বাছাই কার্যক্রম শেষ করলেও তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা হয় নাই।

 

 

বর্তমান সংসদের কয়েকজন মন্ত্রীসহ শতাধিক এমপির এবার কপাল পুড়তে পারে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হতে পারেন তারা। ঝুঁকিতে থাকা এমপির সংখ্যা ১২৮।
 

 


দলীয় সূত্র জানিয়েছে, দুই ধাপে আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছে। এই সেপ্টেম্বরেই কমপক্ষে ১০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। বাকি ২০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হবে অক্টোবরে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কার্যক্রম নিবিড়ভাবে দেখভাল করছেন।

 

 

আওয়ামী লীগের একাধিক সুত্র জানান, বিএনপি নির্বাচনে আসবে– এ সম্ভাবনা সামনে রেখেই দলের মনোনয়ন কার্যক্রম গুছিয়ে আনা হচ্ছে। সে ক্ষেত্রে প্রতিটি আসনেই জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আর বিএনপি নির্বাচনে না এলে প্রতি আসনেই দলীয় প্রার্থীর পাশাপাশি ডামি প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকবে। এতে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার সুযোগ তৈরি হবে বলে নেতারা মনে করছেন।

 


তথ্যমতে, ঢাকা বিভাগের বেশ কয়েকটি আসনে ডাকসাইটে থাকা এমপিদের বিরুদ্ধে গৃহদাহ সৃষ্টির পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে। ঢাকা বিভাগের ১২ জেলার ৬২ আসনের মধ্যে অন্তত ২৫টি আসনে নতুন মুখ আসতে পারে। তার মাঝে ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ জেলার আসনের সংসদ সদস্যরা রদবদল হতে পারে।

 

 

এই তালিকায় নারায়ণগঞ্জ জেলার নামও পিছিয়ে নেই। নারায়ণগঞ্জের দুটি আসনের প্রার্থী বদল হতে পারে। তাছাড়া ঢাকার ২০টি আসনে ব্যাপক ওলটপালটের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১১টি আসনে নতুন মুখ আসতে পারে। নরসিংদীর দুটি আসনের এমপি ছিটকে পড়তে পারেন।

 


জানাযায়, নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে ৩টিতে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার মাঝে নারায়ণগঞ্জ-১ আসনে টানা তিন বারের মত নৌকা নিয়ে এমপি নির্বাচিত হয়েে দায়িত্ব পালন করে যাচ্ছে গোলাম দস্তগীর গাজী, একই সাথে নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবু  টানা তিনবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নেতা ২০১৪ সনে বিনা প্রতিযোগিতায় এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৮ সনেও এই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। বাকি দুটি আসনে আওয়ামী লীগের মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়।

 

 

তা হলো নারায়ণগঞ্জ-৩ আসনে টানা দুই বারের এমিপি হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। নারায়ণগঞ্জ-৫ আসনটি ২০১৪ সন থেকে জাতীয় পার্টির দখলে রয়েছে। ২০০৮ সনে  নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রয়াত এমপি নাসিম ওসমান নির্বাচিত হন।

 

 

তিনি ২০১৪ সনে তিনি মারা যাওয়ার পর এই আসন থেকে উপ নির্বাচনে নাসিম ওসমানের সহোদর সেলিম ওসমান জাতীয় পার্টির থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। ২০১৮ সনে তিনিই মহাজোট থেকে নির্বাচন এই আসনে নির্বাচিত হয়ে বহাল থাকেন। তবে আগামী নির্বাচনে এই আসন নিয়ে জটিল সমীকরণ তৈরী হয়ে রয়েছে।

 


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপিদের নিয়ে না অভিযোগ রয়েছে। তার মাঝে একাধিক সংসদ সদস্যদের ঠিক মত এলাকায় পান স্থানীয়রা। এছাড়া তারা এলাকায় না থাকায় মানুষ সেবা পেতে ভোগান্তির শেষ নেই। নাগরিক সেবা পাওয়া নিয়ে রয়েছে অভিযোগ।

 

 

তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এমপিদের প্রত্যেকেরই তার নির্বাচনী এলাকায় দাপট রয়েছে। আগামী নির্বাচনে কার যে কপাল পুড়তে যাচ্ছে তা নিয়ে চলছে রাচনীতিতে সর্বত্র আলোচনা। সেই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছে এমপিদের কর্মী সমর্থকরাও।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন