Logo
Logo
×

নগরের বাইরে

পাওয়ারলুম শ্রমিকের  ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:৪১ পিএম

পাওয়ারলুম শ্রমিকের  ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

আড়াইহাজারে সবুজ (২৮) নামের এক পাওয়ারলুম শ্রমিকের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে খবর পেয়ে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

 

এর আগে গত সোমবার দিবাগত রাতের যেকোন সময় নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে তিনি গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছেন। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল জানান, মৃতের শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। তা জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন