Logo
Logo
×

রাজনীতি

পারভীনের নির্দেশনায় আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

পারভীনের নির্দেশনায় আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল
Swapno

 

এক দফা দাবি আদায়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় মিছিল করেছে আড়াইহাজার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সোমবার (২০ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার তুরকুনি এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় তার অনুসারী নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন।

 

এ সময় আড়াইহাজার উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে নানা রকম স্লোগান দেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন