Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে দুই ভাইয়ের কণ্ঠে একই সুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে দুই ভাইয়ের কণ্ঠে একই সুর
Swapno

 

যতই দিন যাচ্ছে ততোই নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস সময় রয়েছে। নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা আশাবাদী। তারা বলছেন, নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

 

এই নির্বাচন ঘিরে বিএনপি ক্ষমতায় আসার জন্য ত্বত্তাবধায়ক সরকারের দাবী জানিয়ে আন্দোলন করে যাচ্ছে। একই সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে আগামী নির্বাচন কিভাবে হবে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসলেই তা পরিষ্কার হবে। দেশে ফেরার পরেই আগামী নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, সরকার কি বিরোধী দলগুলোকে নির্বাচনে আনার জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা?

 

এদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যদিও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছেন, কিন্তু আন্দোলনের ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি রয়েছে। কেননা বিএনপি নির্বাচনে না আসলেও তৃনমূল বিএনপি থেকে নির্বাচনে র্প্রাথী হবে। কিন্তু নারায়ণগঞ্জে ৫টি আসনের মাঝে দুটি আসন জাতীয় পার্টির দখলে রয়েছে। তারাও এই দুটি আসন আগামী নির্বাচনে ধরে রাখার জন্য এখন থেকে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান ইতোমধ্যে আগামী নির্বাচনে অংশ গ্রহন করার জন্য ঘোষনা দিয়েছেন। এতে যদি তার মানসম্মান চলেও যায় তাতে চলে যাক। এছাড়া তিনি দেশের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করে যাচ্ছেন। আগামীতেও প্রধানমন্ত্রীকে দরকার বলে মনে করে শেখ হাসিনাকে জয়ী করার আহ্বান জানান তিনি মানুষকে।

 

গতকাল বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, বন্দরে কি উন্নয়ন হলো অনেকেই তা চোখেই দেখেন না। এখানে নাসিম ওসমান শীতলক্ষ্যা সেতু হয়েছে। উন্নত মানের মাদ্রাসা, স্কুল কলেজ হয়েছে। আমার নির্বাচন নিয়ে কোন চিন্তা করবেন না। আমার থেকে যদি কোন ভালো ব্যক্তি আসে তাকে গ্রহন করবেন। মানুষ যদি আমাকে বলেন আমার আবার নির্বাচন করা উচিত তাহলে আমি আপাকে গিয়ে বলবো। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তিনিই ক্ষমতায় আসবেন।

 

এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি এখন দেশের সম্পদ। এই দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। কিন্তু এই দেশের উপর শকুনদের নজর পরেছে। তাই তারা একের পর এক দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই দেশকে রক্ষা করার জন্য হলেও শেখ হাসিনাকে আবার দরকার। তাকে নির্বাচিত করার জন্য মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে দুই সহোদর এমপির মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের আগে এসে জাতীয় পার্টির এমপি হয়েও সেলিম ওসমান আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য আহ্বান রেখে যাচ্ছেন। তাছাড়া সাংসদ শামীম ওসমানও একই সুরে আরও আগে থেকে রাজনৈতিক মাঠে বক্তব্য রাখছেন।

 

যদিও রাজনৈতিক সচেতন মহলে আলোচনা হচ্ছে তারা চাপে থাকায় এখন প্রধানমন্ত্রীর গুনগান গেয়ে যাচ্ছেন নিজেদের চাপ ছুটানোর জন্য। কেননা সেলিম ওসমান বন্দরে গিয়ে বলেছেন অক্টোবর মাসেই সংসদ ভেঙ্গে দেয়া হতে পারে। আর এজন্য দুই সহোদর ভাই আগের মত সহজে জয় পাবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন